সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ঝ আকাশে ভাসমান হোটেল, ক্যাপাসিটি ৫০০০ যাত্রী! দেখুন সেই হোটেলের ভিডিও

আজকাল বিশ্বের প্রায় সব বড় বড় শহরেই দেখা মেলে ফ্লাইং রেস্টুরেন্টের। প্রিয় মানুষের সাথে এইসব রেস্টুরেন্টে বসে লাঞ্চ করা – ঠিক যেন স্বপ্নের মতো। তবে সেইসব ফ্লাইং রেস্টুরেন্ট যতই মনোমুগ্ধকর এবং সুন্দর হোক না কেন সেগুলো তো শুধুই শূন্যে ভাসে, চলমান তো নয়। কিন্তু এবার সেখানেই আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

এবার বিমানেই তৈরী হতে চলেছে বিলাসবহুল হোটেল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই এহেন ধারণা করা যাচ্ছে। আর এই ভাসমান হোটেলটি যেন দৈত্যাকার এক বিমান। জানা যাচ্ছে, ওই অতিকায় বিমান টির নাম ‘স্কাই ক্রুজ’, যা প্রায় পাঁচ হাজার লোক ধারণ করতে পারে। আরও জানা যাচ্ছে এটি নিউক্লিয়ার ফিউশন দ্বারা চালিত হবে।

আর এই কারণেই বিমান যদি একবার উড়ান নেয় তাহলে আগামী বেশ কয়েক মাস পর্যন্ত এটি শূন্যে ভেসে থাকতে পারে। ওই বিমানে যাত্রীদের আসা যাওয়া করার জন্য অন্যান্য ছোট ছোট বিমানগুলি ওঠানামা করবে বলে খবর। এই বিমানের মধ্যে থাকবে জিম, সুইমিং পুল, শপিং মল, রেস্তোরাঁ সহ আরও অনেক কিছু।

আরো পড়ুন: WhatsApp-এ Boss-কে “Hey” লি’খে পাঠালেন কর্মচারী, তাতেই তু’মু’ল গণ্ডগোল!

অনেকে আবার এই বিমানের নাম দিয়েছেন ‘নতুন টাইটানিক’। বিমান টিকে যাতে কখনোই অবতরণ না করতে হয় তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যাত্রী ওঠানামা থেকে শুরু করে বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা সবই হবে মাঝ আকাশে। এই বিমানে থাকবে প্রায় ২০টি ইঞ্জিনইঞ্জিন, যেগুলি প্রতিটাই পরমাণু শক্তি দ্বারা চালিত হবে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই দৈত্যাকার বিমানের নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। ওই নকশার ওপর ভিত্তি করে ভিডিও টি তৈরী করেছেন হাসেম অ্যালঘাইলি। তিনি বলেন, আগামী দিনে পরিবহনের এক ঝলক হল এই স্কাই ক্রুজ।

সবথেকে আশ্চর্যের বিষয় এই বিমানে থাকবে না কোনো পাইলট। তবে বিমানের অন্যান্য কাজের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বলে খবর। তবে হ্যাঁ এতকিছুর পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিমানে চড়ার ক্ষমতা শুধু মাত্র উচ্চ বিত্তদেরই থাকবে। সাধারণ মানুষের তা নাগালের বাইরে। তবে এই বিমান কবে তৈরী হবে, আদৌ তৈরি হবে কিনা সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।