সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোম লোনে বা’ড়’লো খরচ! এই ব্যাংক থেকে ঋণ নিলে বা’ড়’তি টা’কা গুনতে হবে, জানুন বি’শ’দে

আগের বছর থেকেই দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট হল এমন একটি সুদের হার যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে অর্থ ঋণ দেয়।যেখানে বিপরীত রেপো রেট হল যেখানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে অতিরিক্ত তহবিল জমা করে এবং বিনিময়ে রিজার্ভেশন সুদ দেয় ।এই উভয় হার বার্ষিক চক্রবৃদ্ধি হারে হয়।

বর্তমানে এই রেপো রেট ৬.৫০% । ফলে লোন নেওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।হোম লোনে আরও সুদ বাড়ল কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। ফান্ড ভিত্তিক ঋণের হারও বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের BSE ফাইলিং অনুসারে, 12 মার্চ থেকেই এই নতুন সুদের হার লাগু হবে।

এক রাতের জন্য কানাড়া ব্যাঙ্ক হোম লোনে সুদের হার 35 বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে 7.90 শতাংশ। পাশাপাশি একমাসের MCLR বেড়েছে 45 বেসিস পয়েন্ট ,যা দাড়িয়েছে 8 শতাংশ।

6 মাসের জন্য MCLR আগে ছিল 8.30 শতাংশ, তা এখন বেড়ে হয়েছে 8.40 শতাংশ। 3 মাসের ক্ষেত্রে MCLR 25 বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8.15 শতাংশ, এক বছরের ক্ষেত্রে 8.50 শতাংশ থেকে বেড়ে হয়েছে 8.60 শতাংশ।

আরো খবর: অগ্নিবীর প্র’ক’ল্পে BSF-এ সংরক্ষণ ১০ শতাংশ, বয়সে ছা’ড় মিলবে ৩ বছর: স্বরাষ্ট্র মন্ত্রক

MCLR মেয়াদ নতুন সুদের হার
এক রাতের MCLR 7.90 শতাংশ
এক মাসের MCLR 8.00 শতাংশ
তিন মাসের MCLR 8.15 শতাংশ
ছ’ মাসের MCLR 8.40 শতাংশ
এক বছরের MCLR 8.60 শতাংশ

অন্যান্য ব্যাঙ্কগুলিও নিজেদের সুদের হার উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছে। যেমন – এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইয়েস ব্যাঙ্ক। ব্যাতিক্রম ব্যাঙ্ক অফ বরোদা,এটি হোম লোনের উপর সুদ কমিয়েছে।