সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু ধর্ম শিখ অথবা মুসলিমকে মা’র’তে শে’খা’য় না, হিন্দুত্ব সে’টা’ই করে: রাহুল গান্ধী

এবার হিন্দুত্ব এবং আরএসএসকে আক্রমণ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। শুক্রবার রাহুল গান্ধী দাবি করেন বিজেপি ঘৃণামূলক আদর্শে বিশ্বাসী। আর কংগ্রেসের আদর্শ প্রেমময় জাতীয়তাবাদী আদর্শ। তবে বিজেপির ঘৃণামূলক আদর্শ কংগ্রেসের আদর্শকে ঢেকে দিচ্ছে। এই মর্মে কার্যত বিজেপিকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী দাবি করছেন, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব আলাদা। তার মতে, কংগ্রেস কখনোই তার আদর্শকে আক্রমণাত্মকভাবে প্রচার করতে যায়নি। বিজেপি বরাবর তা করে এসেছে। তিনি আরো বলেন, আরএসএস এবং বিজেপির বিদ্বেষপূর্ণ মতাদর্শ কংগ্রেস কখনোই পছন্দ করেনা। বিজেপি বরাবর কংগ্রেসের প্রেমময় আদর্শকে ঢেকে ফেলা চেষ্টা করেছে।

তিনি আরো বলেছেন হিন্দু ধর্ম ও হিন্দুত্ব এক হতে পারে না। হিন্দুধর্ম কখনোই শিখ বা মুসলমানকে প্রহার করতে শেখায় না। তবে হিন্দুত্ব তাই শেখায়। রাহুল গান্ধীর এমন মন্তব্যের পর বিজেপির আইটি প্রধান অমিত মালব্য তার নিন্দা করেছেন। রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফুঁসছে বিজেপি। অমিত মালব্য মন্তব্য করেছেন, সালমান খুরশিদ এবং রশিদ আলভি স্বাধীন এজেন্ট হিসেবে হিন্দু আর হিন্দুত্বকে অবমাননা করছেন। রাহুল গান্ধী তাদের সমর্থন করছেন।

তিনি আরো বলেন, যেখানে সুপ্রিম কোর্ট হিন্দুত্বকে জীবনের একটি উপায় বলেছে সেখানে রাহুল গান্ধী এটিকে হিংসাত্মক বলছেন। হিন্দু ধর্মগ্রন্থকে ইসলামিক লেখার সঙ্গে সমান করে দিচ্ছেন রাহুল গান্ধী। রাহুলকে এভাবেই একহাত নিয়েছে অমিত মালব্য। দুই রাজনীতিবিদের তরজায় মুখর হয়ে উঠেছে নেট মাধ্যম।