সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখানে ছেলেরা বি’য়ে’র পর যান শ্বশুরবাড়ি, পণের টা’কা নেন কনেরা! বি’য়ে’র প্রথা শুনলে অ’বা’ক হবেন

ভারতের ছেলে এবং মেয়ের মধ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান পার্থক্য রয়েছে। বিবাহের মতো ব্যবস্থাতেও ছেলেদেরকে বেশি গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে সমাজে কন্যা সন্তানদের অনেকেই পরধন বলে মনে করেন। সেই কারণেই বিয়ের পরের দিন এই কনেকে বিদায় দেওয়া হয় বিভিন্ন রীতি-নীতি মেনে।

এই ধরনের ঐতিহ্য বিশ্বের দরবারে অনেক দেশেই প্রচলিত রয়েছে কিন্তু এই ঐতিহ্যের বিপরীতে রয়েছে মেঘালয়, অসম এবং বাংলাদেশের কিছু এলাকা। যেখানে বাস করে খাসি উপজাতিরা, যে উপজাতিদের মধ্যে কন্যাদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

এই উপজাতিতে যদি কন্যা সন্তান জন্ম হয় তাহলে তা আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। কিন্তু, পুত্র সন্তান হলে সেই ক্ষেত্রে বিশেষ কোনো অনুষ্ঠান পালন করা হয় না। সেই কারণেই এই জাতির নিয়ম অনুযায়ী বিয়ের পরে শ্বশুরবাড়িতে ছেলেরা যান এবং পণের টাকা নেন মেয়েরা। খাসি উপজাতিতে ছেলেদেরকে বিদেশি সম্পদ বলে বিবেচিত করা হয়।

আরো খবর: নর্মদা উপত্যকায় মিললো ডাইনোসরের খোঁ’জ! অনুকূল পরিবেশে আসতো সন্তানের জন্ম দি’তে!

অন্যদিকে কন্যা সন্তান এবং তার মাকে ঈশ্বরের সমকক্ষ বলে বিবেচিত করা এবং মর্যাদা দেওয়া হয়। এই ধরনের উপজাতির এই সমস্ত সম্প্রদায়ের এবং অঞ্চলের আদর্শ গুলি তাদের পক্ষে উদাহরণ হতে পারে যারা কন্যা সন্তানের জন্মতে শোকাহত হন। এখনো অনেক জায়গাতে কন্যা সন্তানকে অনেকেই বোঝা বলে মনে করেন।

তবে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সমাজের এই ধরনের ভাবনা চিন্তা অনেক অংশেই পাল্টেছে এবং আগামী দিনেও আরো পাল্টাবে। তবে খাসি উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে এমন কিছু ঐতিহ্য এবং প্রথা রয়েছে যেগুলি অন্যান্য দেশের ঐতিহ্য থেকে অনেক আলাদা।