সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতীতে ১৭৭ দিন মহাকাশে কা’টি’য়েছেন, এবার চাঁদে পা রা’খ’তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত “রাজা”

এবার কি তাহলে চাদে পা রাখতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ্চারী রাজা চারী ? এই গুঞ্জন অনেক আগের থেকেই শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন নাকি তাকে আগামী মুন মিশনের জন্য সিলেক্ট করেছে। গত মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে, আর সেখানেই সেনেট ও সেনার অনুমোদনের পরেই তার মহাকাশ যাত্রায় শিলমোহর পরতে চলেছে।

নিয়ম অনুযায়ী এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগের পরেই তিনি এই মুন মিশনে অংশ নিতে পারবেন। এই রাজা চারী সম্পর্কে এবার কিছুটা জেনে নেওয়া যাক আসলে এর আগে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে টানা ৬ মাস কাটিয়েছেন, সেখানেই ১৭৭ দিনের মতো থেকেছেন তিনি।

এই রাজা চারির জন্ম হায়দ্রাবাদে হয়, কিন্তু তার বাবা আমেরিকাতে চলে যাওয়ার কারণে তাকেও সেখানে যেতে হয়। তারা বাবা সেখানে একজন ইঞ্জিনিয়ার ছিল।

আরো খবর: বা’জে’টে কোন কোন সেক্টর বেশি মালামাল হ’বে জেনে নিন

সেখানে গিয়ে কলোম্বাস হাইস্কুলে পড়াশোনা করেন তিনি, এরপরেই ইউ এস একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকে ডিগ্রী অর্জন করেন, আর তারপরেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপরে F35 ইনট্রিগেটেট টেস্ট ফোর্সে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ও NASA-য় যোগ দেওয়ার আগে তিনি এয়ার ফোর্স টেস্ট পাইলট হিসেবে কাজ করেছেন।