সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনো হা’তে ডিজিটাল রেশন কা’র্ড পাননি? এবার পড়তে পারেন স’ম’স্যা’য়!

আজকাল সবকিছুই ডিজিটালাইজেশন। আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সবকিছুই আপনি ঘরে বসে পেয়ে যাবেন চটজলদি। আধার কার্ড এবং প্যান কার্ড এর পাশাপাশি এখন রেশন কার্ড এর প্রয়োজনীয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে।

বিশেষত করোনার প্রাক্কালে এই রাশন কার্ড আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিল। এবার এই ডিজিটাল রেশন কার্ড নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করল রাজ্যের খাদ্য দপ্তর।

খাদ্য দপ্তরে নির্দেশিকা অনুযায়ী, ডিজিটাল রেশন কার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আর পাবেন না কেরোসিন তেল।

আরো পড়ুন: দুটি অ’ন্ড’কো’ষে’র’ই অবস্থা বে’শ খা’রা’প, একদম ভালো নেই অনুব্রত

সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন খাদ্য দপ্তর। ডিজিটাল রেশন কার্ড ছাড়া আগেই খাদ্য শস্য বিতরণ করা বন্ধ করে দিয়েছিল খাদ্য দপ্তর। এবার কার সঙ্গে যুক্ত হলো কেরোসিন তেল।

প্রতিকারের মাস কিছু দেড়শো মিলিলিটার মত কেরোসিন তেল দেওয়া হয়। খাদ্য দপ্তর এই কেরোসিন তেল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। পয়লা জুন থেকে কাগজের রেশন কার্ডে আর কোন কিছু পাওয়া যাবে না।

খাদ্যশস্য থেকে শুরু করে কেরোসিন তেল, সবকিছুর জন্য আপনার লাগবে ডিজিটাল রেশন কার্ড। গ্রাহকরা যাদের দ্রুত রেশন কার্ড তৈরি করতে পারে তার জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছেন খাদ্য দপ্তর। গ্রাহকদের মধ্যে প্রচার অভিযান চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন খাদ্য দপ্তর সূত্র।