সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফোনের গ্যালারিতে এই কয়েকটি ছ’বি রেখেছেন তো? নয়তো যেকোন সময় বি’প’দে পড়তে পারেন

আজকালকার ডিজিটাল যুগে মানুষের হাতে হাতে স্মার্টফোন, কথায় কথায় ক্লিক হয় ফোনে । এই ডিজিটাল যুগে ছবি তোলা কোনও ব্যাপার নয়। ফোনে অনেক ছবি যেমন তোলা হয়, ফোনের গ্যালারিও ভরে থাকে রকমারি ছবিতে। ছবি তোলা আগের চেয়ে যত সহজ হয়েছে, তত ব্যাকুল হয়েছে মুহূর্তদের চারকোণা স্ক্রিনে ধরে রাখার চাহিদা। কিন্তু ফোনে যেমন তেমন অজস্র ছবি তুলে গ্যালারি ভরানোর পাশাপাশি খেয়াল রাখতে হবে আরও একটি বিষয়ে।

তবে বেশ কিছু ছবি কিন্তু ফোনের গ্যালারিতে থাকা আবশ্যিক। আলাদা করে সযত্নে ফোনে ছবি তুলে রাখতে হয় বেশ কিছু নথির। তা না হলে বিপদে পড়তে হতে পারে।

আধার কার্ড: আধার কার্ড এমন একটি নথি যা আজকাল চলতে ফিরতে দরকার। যেকোনও অফিসিয়াল কাজে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দরকার হয়। তার চেয়েও বেশি কাজে লাগে আধার কার্ড নম্বরটি। সব সময় হয়তো আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নাও থাকতে পারে, তখনই দরকার হয় ছবির। গ্যালারিতে এক জায়গায় যদি আধার কার্ডের ছবি তোলা থাকে, সেখান থেকে সহজেই আধার নম্বর পাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে ছবি দেখে কাজও হাসিল হয়ে যায়।

প্যান কার্ড: আবশ্যিক প্যান কার্ডের ছবিও গ্যালারিতে রেখে দেওয়া। কারণ যেকোনও ক্ষেত্রে প্যান কার্ড দরকার হয়। সব সময় প্যান কার্ডের নম্বর মুখস্থ করে রাখা সম্ভব নয়। তাই ফোনে ছবি তোলা থাকলে অনায়াসে কাজ হয়ে যায়।

কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট: বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সঙ্গে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট রাখা খুবই জরুরি। চলতে ফিরতে যেকোনও জায়গায় এই নথি দেখতে চাওয়া হয়। কোথাও ঘুরতে গেলে এটির দরকার হয়।