সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৬০০ কেজির আলু দেখেছেন কোনোদিন? ভি’ত’রে কি আছে? দেখুন ছবি

বিরিয়ানি হোক বা শুক্তো, একটু আলু না দিলে যেন তার মধ্যে ঠিক স্বাদ আসে না। আলুর প্রতি যদি এই দুর্বলতা যদি আপনারও থেকে থাকে তাহলে আপনাকে নিঃসন্দেহে আকর্ষণ করবে বিগ আইডাহো পটেটো হোটেল। মার্কিন দেশের ইডহো প্রদেশে অবস্থিত এই আলুর মতো দেখতে হোটেলটি পর্যটনপ্রেমীদেরও ভীষণ পছন্দের।

 এই হোটেলে একটা দিন কাটাতে খরচ করতে হবে ১৮ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)। হোটেলের বাইরের দিকটা আলুর মতো দেখতে হলেও ভিতরটা একেবারে আলিশান ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন।

আর আপনি যদি ভাগ্যবান হন তাহলে এই হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ পেয়ে যেতে পারেন। 6 টন ওজনের রাসেটে বার ব্যাংক আলুর প্রতিরূপে অভিনব এই হোটেলটি তৈরি করা হয়েছে। আলু প্রেমিকরা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না।

 এই হোটেলে একসঙ্গে ২ জন থাকতে পারবে। সাজানো-গোছানো হোটেলের ভিতরে জায়গা খুব বেশি নেই। ঘর, বাথরুমের পাশে ছোট রান্নাঘর রয়েছে। কেউ চাইলে সেখানে রান্নাও করতে পারেন।

এখানে রয়েছে ম্যাক এলিস্টার ডেলি। এটি একটি বিশাল মাপের টপিং ভরা আলু। যা তার অতুলনীয় স্বাদের জন্য জনপ্রিয়। এই বছর সেপ্টেম্বর মাস থেকে দ্যা গ্রেট স্পট গেটওয় চালু করা হয়েছে। আলু প্রেমীরা চাইলে চার দিন তিন রাত থাকার সুযোগ পেতে পারেন এখানে। বোয়েসে থাকার সময় বিজয়ীরা সঙ্গে আরও একজনকে সঙ্গী হিসেবে নিতে পারবেন। হোটেলটি আলুর আকৃতি অনুযায়ী তৈরি করা হয়েছে।

 ৬০০ কেজি ওজনের এই আলুর মতো দেখতে হোটেলের ভিতরে ঢুকলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। ইন্টিরিয়র ডিজাইন দেখে যে কেউ অবাক হবেন।

বিজয়ীরা এক বছরের জন্য বিনামূল্যে এই হোটেলে খাওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যিনি জয়ী হবেন তিনি পটেটো ট্রাকের রাইডের সুযোগ পাবেন। এই হোটেলের মধ্যে রয়েছে একটি সুন্দর এবং নরম বেড, ফায়ারপ্লেস, সিলে টার্ন‌ টব এবং একটি গরু যা আপনার পোষ্য হিসেবে বিবেচিত হবে। হোটেলের মেনুতে থাকবে বেকড পটেটো, সঙ্গে পছন্দের টপিং। যার মধ্যে প্রোটিন ভেজিটেবিল সহ আরো অনেক কিছু থাকবে।