সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিজিটাল বি’শ্বে নতুন করে ফাঁ’দ হ্যাকারদের, কিভাবে ন’ক’ল ব্যাংক থে’কে বাঁচবেন?

বর্তমানে এখন সবাই ডিজিটাল যুগে বসবাস করছি, আমাদের সব কিছুই এখন হাতের মুঠোয়। সেটা ব্যাঙ্কের কাজ হোক কিংবা বাস বিমানের টিকিট কাটা হোক, আবার মুদির দোকানের খরচ হোক না কেন সেটা। সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে আমরা করে থাকি কিন্তু যত সুবিধা আমরা পেয়ে থাকি না কেন? এর কিছু সাইড এফেক্টও রয়েছে।

আমাদের জীবনযাত্রা আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে কিন্তু তার থেকেও বেশী আরও ঝুকি পূর্ণ হয়েছে। এই ঝুকি বর্তমান সময়ে দাড়িয়ে জালিয়াতিদের থেকে নিজেদের সমস্ত তথ্য রক্ষা করার। কারণ আজকাল বহু মানুষ জালিয়াতিদের হাতে পরে নিজেদের সর্বস্ব হারাচ্ছে, যা খুবঅই চিন্তার বিষয়। ইন্টারনেট যদি আপনি ব্যবহারকরে থাকেন তাহলে একটা জিনিস মাথায় রাখতেই হবে কোন কাজট আকরা উচিৎ আর কোন কাজটা করা উচিৎ নয় সেটা আপনার মাথায় রাখতেই হবে।

সাইবার ক্রাইম থেকে নিজেকে রক্ষা করতে হলে আপনার কষ্টার্জিত টাকা আপনাকে রক্ষা করতে হলে কাওকে কোনো ব্যাক্তিগত তথ্য দেওয়া যাবে না। পিন, ডেবিটা কার্ড নম্বর দেওয়ায আবে না সে যতই পরিচিত হোক না কেন। বর্তমানে প্রতারকেরা প্যান ও আধার কার্ডের মাধ্যমে মানুষকে ঠকিয়ে চলেছে, টাকা চুরি তো করছেই সাথে লোনও নিচ্ছে, যার কারণে চাপে পরছে মানুষ, তাই আধার কার্ড নম্বর ও প্যান কার্ড নম্বর কোনোমতেই কাওকে দেবেন না।

আরো পড়ুন: স্কুল সার্ভিস কমিশন ভে’ঙে দেওয়া হো’ক, শিক্ষক নি’য়ো’গ ই’স্যু’তে বললো হাইকোর্ট

অনেক সময় ফোন করে ম্যাসেজ করে প্রতারকেরা বলে আপনার ডেবিট কার্ড ব্লক করে দেওয়া হবে, এখনি আপনার ফোনে আসা ওটিপি দিন, মানুষ ভয়েই সেই সব দিয়ে দেয় ও নিজের একাউন্টের টাকা খুইয়ে ফেলে। তাই ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয় কখনই কাওকে আপনার ব্যাক্তিগত ডিটেলস শেয়ার করবেন না। ব্যাঙ্ক কখনই কোনো গ্রাহকের ব্যাক্তিগত তথ্য জানার জন্য ফোন করে না।