সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছর শু’রু হওয়ার আ’গে নতুন গাড়ি কে’না’র দা’রু’ন সু’যো’গ, স্ট’ক ক্লিয়ারেন্স অফার, বি’শা’ল ছা’ড়

আর খুব বেশি সময় নেই যারা নতুন গাড়ি দিয়ে নববর্ষকে স্বাগত জানানোর পরকল্পনা করছেন তাঁদের হাতে। তাই দ্রুত সম্ভব মারুতি সুজুকি, টাটা মোটরস, হুন্ডাই কোম্পানির গাড়ি গুলো দেখতে পারেন। কারন এই সব কোম্পানির গাড়ি গুলোর ওপরই দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। স্টক ক্লিয়ারেন্সের সময় এই কোম্পানির বিভিন্ন মডেলের ওপর প্রায় লাখ টাকার কাছাকাছি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের। শুধু ছাড় পাওয়াযাচ্ছে এমনটা নয়, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ অফারও দেওয়া হবে। নতুন বছর শুরুর আগে পুরনো স্টক ক্লিয়ারেন্সের জন্যই ক্রেতাদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। বছর ঘুরলেই পুরনো হয়ে যায় গাড়ির গাড়ির ম্যানুফ্যাকচারিং।

কম-বেশি প্রতিটি গাড়ি কোম্পানিই তাদের গাড়ির মডেলে একটি ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর লাগায়। এই নম্বরটি কোড হিসাবে ব্যবহৃত হয় যার দ্বারা বোঝা যায় গাড়িটি কবে ম্যানুফ্যাকচার হয়েছে। এই কোডটি সাধারণত গাড়ির ইঞ্জিন বা প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের পাশে থাকে। যেমন মারুতি কোম্পানির ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বরটি ১৭ সংখ্যার হয়ে থাকে। বেশির ভাগ আইডেন্টিফিকেশন নম্বর এমএ৩ দিয়ে শুরু হয়ে থাকে।

১৭ সংখ্যার এই নম্বরের ১০ নম্বর সংখ্যাটি গাড়ির সালকে নির্ধারণ করে আর ১১ নম্বর সংখ্যাটি গাড়ির ম্যানুফ্যাকচারিং মাসকে। মারুতি সুজুকিতে পাওয়া যাবে প্রায় ৩৭ হাজার টাকা থেকে ৮৯ হাজার টাকা। টাটা মোটরসে ৭৭ হাজার ৫০০ টাকা থেকে ২.২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। টাটা সংস্থার হেক্সার ক্ষেত্রের ছাড়ের পরিমান প্রায় ২.২৫ লাখ টাকা। এই টাটা কোম্পানিরই আরেকটি গাড়ি হ্য়াচব্যাকে ছাড় পাওয়া যাবে ৭৭ হাজার ৫০০ টাকা। হন্ডা কোম্পানি বিভিন্ন মডেলের ওপর ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই সংস্থার তরফে সম্প্রতি লঞ্চ হওয়া আরেকটি মডেল হন্ডা সিভিকের ওপর ২.৫৫ লাখ টাকার ছাড় পাওয়া যাবে।