সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট সুযোগ, জেলা স্বাস্থ্য দ’প্ত’রে টেকনিশিয়ান ও নার্স নি’য়ো’গ হবে শী’ঘ্রই, দেখে নিন শূন্যপদ

আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতি চাকরি জোগাড় করা ঠিক কতখানি কঠিন। স্নাতকোত্তর এর মত উচ্চশিক্ষা লাভ করে ও মানুষ বাড়িতে বসে রয়েছে। বর্তমান পরিস্থিতি আরো বেশী কঠিন করে দিয়েছে যুবক-যুবতীদের জীবন। নতুন চাকরি পাওয়া তো দূরের কথা করোনা র জন্য বহু মানুষ চাকরি হারিয়ে বাড়িতে বসে রয়েছেন।

অনেকেই সরকারি চাকরি পরীক্ষা পাস করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ইতিমধ্যেই। সেই সমস্ত মানুষের জন্য নিয়ে এলো সুখবর বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর। ল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার তেকনিশিয়ান এবং স্টাফ নার্স পদে লোক নিয়োগ করা হবে। প্রায় ৬৪ জন মানুষকে নিয়োগ করা হবে এই সমস্ত পদে।

ল্যাব টেকনিশিয়ান: এই পদের জন্য টেকনোলজির ডিপ্লোমা অথবা ডিগ্রী কোর্স পাস করেছেন যারা তারা আবেদন করতে পারবেন।২৮ মে ২০২১ বছরের হিসেব বয়স হতে হবে ৪০ বছর। শূন্য পদ রয়েছে ৬ টি এবং বেতন পাবেন ১৭,২২০ টাকা।

ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান: সিসিইউ টেকনিশিয়ানের ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি পাস করেছেন এমন মানুষ আবেদন করতে পারবেন। ২৮ মে ২০২১ বছরের হিসেব বয়স হতে হবে ৪০ বছর। শূন্য পদ রয়েছে ৬ টি এবং বেতন পাবেন ১৭,২২০ টাকা।

স্টাফ নার্স: জেনারেল নার্সিং অথবা মিডওয়াইফারী চার্জ করেছে এমন মানুষ আবেদন করবেন। ২৮ মে ২০২১ বছরের হিসেব বয়স হতে হবে ৪০ বছর। শূন্য পদ রয়েছে ৬ টি এবং বেতন পাবেন ১৭,২২০ টাকা।

প্রত্যেক আবেদনকারীকে বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী তেসরা জুন বাঁকুড়া জেলার CMOH মিটিং রুমে হবে ইন্টারভিউ। আবেদন করার জন্য ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। যাবতীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট না পেলে ছবি নিয়ে যেতে হবে। বিস্তারিত জানার জন্য আপনাকে লগইন করতে হবে www.wbhealth.gov.in এখানে।