সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের মরশুমে পর্যটকদের জন্য দা’রু’ন খবর, খুলে যা’চ্ছে সুন্দরবনের দরজা

করোনার প্রভাব কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন ব্যবস্থা। রাজ্যের চিড়িয়াখানাগুলিকে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। এখন আবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পগুলির দরজা খুলে গেল পর্যটকদের জন্য। এই মর্মে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পয়লা অক্টোবর থেকে সুন্দরবনের আশেপাশের পর্যটন কেন্দ্রগুলিও খুলে দেওয়া হচ্ছে।

করোনার কারণে মার্চ মাস থেকে সুন্দরবনের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা মহা সমস্যায় পড়েছিলেন। এখন আবার সুন্দরবনের দরজা খুলে যাওয়াতে তাদের মুখে হাসি ফুটেছে। তবে এক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে। পর্যটকদের মাস্ক পড়ে জঙ্গলে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যেক জলযানে কত জন পর্যটক থাকবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি এখনো। তবে প্রত্যেক পর্যটক এর মুখে মাস্ক থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জলযানগুলিকে নিয়মমতো স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য কিছুদিন আগেই করোনার কারণে সুন্দরবনে কর্মরত দুজন সরকারি আধিকারিকের মৃত্যু হয়।

এর পরেও বেশ কয়েকজন অধিকারী করোনায় আক্রান্ত হন যা কার্যত অন্য কোনো ব্যাঘ্র প্রকল্পের ঘটেনি। কাজেই এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না সুন্দরবন কর্তৃপক্ষ। তাই এলাকাবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই তাদের আয়ের ব্যাবস্থা আবার চালু করা হচ্ছে।