Gold Price: ফের বা’ড়’ছে সো’না’র দা’ম, মা’থা’য় হা’ত সাধারণ মা’নু’ষে’র

নববর্ষের শুরুতেই কলকাতার সোনার বাজারে প্রতি গ্রাম হলুদ ধাতুর দাম ফের বাড়লো। গত দুই দিন সোনার দাম কমেছে। ফের পরপর দুই দিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতার সোনার বাজারে দামের এই ওঠানামা বজায় রয়েছে। বিগত কয়েক মাস ধরে সোনার দাম যেমন ক্রমশ বৃদ্ধি পেয়েছে, এখন আবার সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে।

বুধবার কলকাতার বাজার ঘুরে দেখা গেল, ২২ ও ২৪ ক্যারাটে সোনার দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে সোনা প্রেমীদের মুখের হাসিতে টান ধরেছে। ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম (Gold Price) এদিন ছিল ৪,৬৯৯ টাকা। অর্থাৎ দাম আগের দিনের তুলনায় ১৯ টাকা বেড়েছে। একই ভাবে ৮ গ্রাম সোনার দাম ১৫২ টাকা বেড়ে হয়েছে ৩৭,৫৯২ টাকা।

২২ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম ১৯০ টাকা বেড়ে ৪৬,৯৯০ টাকা হয়েছে এবং ১০০ গ্রামের দাম ১,৯০০ টাকা বেড়ে হয়েছে ৪,৬৯,৯০০ টাকা। একই ভাবে ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ১৯ টাকা বেড়ে ৪,৯৬৯ টাকা, ৮ গ্রামের দাম ১৫২ টাকা বেড়ে ৩৯,৭৫২ টাকা, ১০ গ্রামের দাম ১৯০ টাকা বেড়ে ৪৯,৬৯০ টাকা, ১০০ গ্রামের দাম১,৯০০ টাকা বেড়ে ৪,৬৯,৯০০ টাকা হয়েছে।