Home অফবিট বয়স বাড়লেও কিছুতেই বি’য়ে হ’চ্ছে না? মহাশিবরাত্রিতে এই নি’য়’ম মানলে পে’য়ে যাবেন...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স বাড়লেও কিছুতেই বি’য়ে হ’চ্ছে না? মহাশিবরাত্রিতে এই নি’য়’ম মানলে পে’য়ে যাবেন জীবনসাথী!

১৮ই ফেব্রুয়ারি শনিবার ২০২৩ পালিত হবে মহা শিবরাত্রি ব্রত। হিন্দু ধর্মে এই ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই দিন কুমারী মেয়েরা তাদের শিবের মতন পতি কামনায় এবং বিবাহিত নারীরা তাদের দাম্পত্য জীবন সুখকর করার জন্য এই ব্রত পালন করেন।

মনে রাখবেন এই ব্রত করবার সময় কোনো রকম ভুল ত্রুটি হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। সঠিক নিয়ম মেনে যদি এই ব্রত পালন করতে পারেন তবে জীবনে আসবে সুখের জোয়ার। মহা শিবরাত্রি দিনে শিবের সম্পূর্ণ পরিবার একত্রে রয়েছে এমন একটি ছবি বাড়িতে নিয়ে আসুন।

যেখানে শিব পার্বতী গনেশ কার্তিক লক্ষী এবং সরস্বতী একসঙ্গে থাকবেন। এই দিন বাড়িতে শিব প্রতিষ্ঠা এবং শিবের অভিষেক করা খুব ভালো বলে মনে করা হয়।। এই দিন সারারাত শিবের সামনে একটি ঘি এর প্রদীপ জ্বালিয়ে রাখুন।

আরো খবর: মধ্যরাতে ছেলের জন্য থানায় ছু’ট’তে হলো শ্রাবন্তীকে, এমন কি ঘ’ট’না ঘ’টি’য়েছেন অভিমন্যু?

মনের ইচ্ছা পূরণ করতে এই দিন একেবারে খুঁতহীন তিনটি পাতা বেল পাতা দিয়ে তাতে চন্দন মাখিয়ে শিব ঠাকুরের মাথায় অর্পণ করুন। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এতে। এই দিন গরুকে সবুজ রঙের সবজি খাওয়ান।

যদি কারো বিয়েতে বারবার নানান রকম বাধা বিঘ্ন সৃষ্টি হয় তবে কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবের মাথায় ঢালুন।শিবরাত্রির দিন কোন বেল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন।

যদি কারোর বাড়িতে উত্তর-পূর্ব কোণে এই বেল গাছ হয় তবে তা আরো শুভ বলে মনে করা হয়। এই দিন মহাদেবের মাথায় জব কালো রঙের তিল আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ঢালুন। এতে সংসারের যেকোনো রকম বাধা-বিপত্তি কেটে যায় বলে মনে করা হয়।