সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গো’প’নেই বাগদান সারলেন গৌতম আদানির ছেলে! হবু শ্বশুর কি করেন?

এই বছরের ২৪ জানুয়ারি ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে শেয়ার ‘স্টক ম্যানিপুলেশন’ এবং ‘অ্যাকাউন্টিং জালিয়াতির’ অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। তাদের মতে , বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে এবং শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত। ফলে যে কোনো সময়ে তাসের ঘর ভেঙে পড়তে পারে কোম্পানিটি ।

রিপোর্টটি প্রকাশ্যে আসতেই হুহু করে শেয়ারের দাম কমতে থাকে আদনির কোম্পানিগুলির।ফলে কয়েকদিনের মধ্যেই একধাক্কায় ধনীতম ব্যক্তির তালিকায় তলানিতে ঠেকেছে তার নাম।প্রায় এক মাসের ব্যবধানে, বিশ্বের সবেচেয়ে ধনীর তালিকায় তৃতীয় স্থান থেকে ৩৮তম স্থানে পৌঁছেছেন এই ধনকুবের।

জানুয়ারিতে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১১৯০০ কোটি মার্কিন ডলার।বর্তমানে তা দাঁড়িয়েছে ৮,৫০০ কোটি ডলার। এই পরিস্থিতিতে খুশির হাওয়া বইলো আদানি পরিবারে। রবিবার, ১২ মার্চ চুপিসারে বাগ‌্দান পর্ব সারলেন গৌতমের ছোট পুত্র জিৎ আদানি।

আরো খবর: আগামী ক’য়ে’ক ঘন্টার মধ্যেই প্রবল ঝ’ড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়

সূত্রে খবর,পাত্রীর নাম দিভা জৈমিন শাহ।শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।গৌতমের দুই ছেলে কর্ণ এবং জিৎ। বড় ছেলে কর্ণ আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

অনুষ্ঠানটি চুপিসারে হওয়ায় এর একটি মাত্র ছবিই প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে হালকা প্যাস্টেল নীল রঙের লেহঙ্গা ও ওড়না পরেছেন দিভা। গলায় ও কানে হিরেয় মোড়ানো গয়না। পাত্রীর সাথের ম্যাচিং করে , একই রঙের কুর্তা, পাজামা পরেছেন জিৎ। কুর্তার উপর পড়াছিল জওহর কোট।

জিৎ এখন আদানি সংস্থার গ্রুপ ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।অন্যদিকে কম জাননা দিভা। তার বাবা জৈমিন শাহ- র হিরের ব্যবসা রয়েছে। কোম্পানির নাম সি দীনেশ অ্যান্ড কো-প্রাইভেট লিমিটেড।মূলত মুম্বই এবং সুরতেই ব্যবসা করে এই সংস্থা। বাগ‌্দান পর্ব সারার ছবিটি জনসমক্ষে আসতেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।