Home চাকরি এবার থেকে বেসরকারি চাকরির ক্ষেত্রেও প্র’যো’জ্য ৭৫% সংরক্ষণ, নয়া নি’য়’ম চা’লু হচ্ছে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে বেসরকারি চাকরির ক্ষেত্রেও প্র’যো’জ্য ৭৫% সংরক্ষণ, নয়া নি’য়’ম চা’লু হচ্ছে এই রাজ্যে

এবার থেকে বেসরকারী চাকরীতেও চালু হলো সংরক্ষণ। শূন্যপদের 75% পদ সংরক্ষণ করা থাকবে স্থানীয় প্রার্থীদের জন্য। সম্প্রতি এমনই একটি নির্দেশিকা জারি করেছে হরিয়ানা সরকার। হরিয়ানা সরকারের তরফ থেকে জারি করা আইন আগামী বছরের 15ই জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মাসিক 50 হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। শনিবার হরিয়ানা সরকার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে 2020 সালের হরিয়ানা স্টেট এম্প্লয়মেন্ট অফ লোক্যাল ক্যান্ডিডেট আইনের প্রথম ধারার তৃতীয় উপধারার ক্ষমতা প্রয়োগ করে আগামী বছরের 15 জানুয়ারি থেকে এই উপধারা কার্যকর করা হচ্ছে।

হরিয়ানা সরকারের এই নতুন বিজ্ঞপ্তি কার্যত বেসরকারি সংস্থার মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। মারুটি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এই সংরক্ষণের নীতিকে সমর্থন করছেন না। এতে শিল্পের বাজার মোটেও প্রতিযোগিতামূলক থাকবে না। তাই তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গুরুগ্রামের মত এলাকায় প্রচুর ভিন রাজ্যের মানুষ কাজ করেন। সেখানে বেসরকারী চাকরীতে স্থানীয় প্রার্থীর জন্য 75% সংরক্ষণ করে রাখলে সমস্যা সৃষ্টি হতে পারেন। যদিও বিতর্ক উপেক্ষা করে চলতি বছরে রাজ্যপাল এই বিল সাইন করে অনুমোদন করেছেন।