সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ম্যাট্রিমোনিয়াল সা’ই’টে ফাঁ’দ পা’ত’ছে প্রতারকরা, এই কাজগুলো থেকে বি’র’ত থাকুন

ইদানিং বৈবাহিক ক্ষেত্রে ম্যাট্রিমনিয়াল সাইটগুলির চাহিদা বাড়ছে। পছন্দমত জীবনসঙ্গী খুঁজে নিতে সাহায্য করে এই সাইটগুলি। তবে এখানে প্রতারণার শিকার হয়েছেন এমন মানুষের সংখ্যা কিছু কম নয়। সম্প্রতি অভিযোগ উঠছে বিয়ের কথা বলে ফাঁসিয়ে ম্যাট্রিমনিয়াল সাইটের গ্রাহকদের আর্থিক প্রতারণা করা হচ্ছে। ভুয়ো প্রোফাইল দিয়ে ঠকানো হচ্ছে গ্রাহকদের। পুলিশ ইতিমধ্যেই এমন কিছু প্রতারককে গ্রেপ্তার করেছে।

ম্যাট্রিমনিয়াল সাইটে নিজের বিষয়ে সব কিছু জানানোর আগে অবশ্যই সতর্ক হতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেন। তারা নিজেদের বিদেশে বসবাসকারী বলে বর্ণনা করে। তারপর বিয়ের জন্য কথাবার্তা এগোলে উপহার পাঠায় গ্রাহকের কাছে।

এতে ওই ব্যক্তি সহজেই বিশ্বাস করতে শুরু করে। এরপর দেখা করার জন্য ফের একটি দামি উপহার দেওয়ার প্রলোভন দেখায়। আপনি এই ফাঁদে পা দিলে খোয়া যাবে আপনার টাকা। কিভাবে? জেনে নিন।

আরো পড়ুন: দুই সন্তানকে কুয়োতে ফে’লে দিয়েছিলেন বাবা, বড়ো ছেলের বু’দ্ধি’তে প্রাণ ফি’রে পেল ছোট ভাই

দামি উপহার নিতে যখনই আপনি বিমান বন্দরে এসে পৌঁছাবেন তখন জানতে পারবেন ওই ব্যক্তিকে বিমানবন্দরে শুল্ক বিভাগ আটক করেছে এবং তার জন্য তাকে টাকা পাঠাতে হবে। তাছাড়া যোগাযোগ করে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন জরুরী প্রয়োজন দেখিয়ে টাকা চাইতে শুরু করবে।

আপনি একবার টাকা দিলেই আর ওই প্রতারকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এক্ষেত্রে টাকা চাইলে প্রথমেই পুলিশকে সবকিছু জানানো উচিত। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন ম্যাট্রিমনিয়াল সাইটে কারও সঙ্গে যোগাযোগ হলে তাকে কখনো নিজের ব্যাংকের এবং ব্যক্তিগত তথ্য দেবেন না।

আরো পড়ুন: কলকাতায় চা’লু হতে চলেছে নতুন সিগন্যাল ব্যবস্থা, নিজেই সুইচ টি’পে জ্বা’লা’তে পারবেন লাল আ’লো!

যদি সেই ব্যক্তি আপনাকে কোনো রকম অপ্রয়োজনীয় প্রশ্ন করে তাহলে সতর্ক হতে হবে। এছাড়া এমন রেখা গিয়েছে প্রতারকরা যোগাযোগ করার অছিলায় হোটেলে ডেকে পাঠায়। তারপর অজ্ঞান করে অশ্লীল ভিডিও বানায় ও ব্ল্যাকমেইল করে। তাই প্রথমবার দেখা করার সময় একা না গিয়ে কাউকে সঙ্গে নিয়ে যাওয়াই উচিত।