সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিতা বা’ঘে’র আ’ক্র’ম’ণে আ’হ’ত হলেন এক ম’হি’লা সহ 4 ব্যক্তি

চিতা বা'ঘে'র আ'ক্র'ম'ণে আ'হ'ত হলেন এক ম'হি'লা সহ 4 ব্যক্তি

চিতা বাঘের আক্রমণে আ’হ’ত হলেন 4 জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পুর কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শীলবাড়ি ঘাটপার এলাকাতে। রেজিনা বিবি নামের এক বধূর উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে সেটি। পেছন থেকে হামলা চালিয়েছিল এই চিতাবাঘ। এর পর থেকেই একের পর এক হামলার ঘটনা চলতে থাকে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন নদীর ধারে ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দারা বহুবার বনদপ্তরকে সাহায্যের আবেদন করেছিলেন কিন্তু কোনো সাহায্য মেলেনি।

অবশেষে গ্রামবাসীরা নিজেরাই চিতাবাঘটি খুঁজতে নেমে পড়েন। এই সময়ে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে চিতাবাঘটি আবার তিনজন গ্রামবাসীর ওপর হামলা চালায়। একজনের বাম চোখ এবং মুখে থাবা বসায় চিতাবাঘ। চিতা বাঘের হামলায় বনকর্মীও আ’হ’ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে বনদপ্তর চিতাবাঘের খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে।