সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শহরের আ’না’চে কা’না’চে জলমগ্ন, হাতজোড় ক’রে ক্ষ’মা চাইলেন ফিরহাদ হাকিম

প্রাক বর্ষার সময়কালীন সময় থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর এখন থেকেই কলকাতায় রাস্তায় জল জমতে শুরু করেছে। বৃষ্টির জমা জল, নর্দমার জলে মাখামাখি কলকাতা। কলকাতাবাসীর এহেন দুর্ভোগে কার্যত হাতজোড় করে ক্ষমা চাইলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতাবাসীর এই ভোগান্তির কারণ হিসেবে তিনি এনভারনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট (KEIIP) এর অসমাপ্ত প্রজেক্টকেই দায়ী করেছেন।

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, এনভারনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট (KEIIP) প্রজেক্টের অসমাপ্ত কাজের জন্যেই বেহালা এবং সংলগ্ন এলাকায় জল জমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। ২০২০ সালেই এই প্রজেক্টের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কাজে গেছে।

তবে ২০২১ এও কাজ শেষ হয়নি। কাজ এপর্যন্ত শেষ হলো না কেন? সংশ্লিষ্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত ঠিকাদারদের কাছে প্রশ্ন রেখেছেন তিনি। চলতি বছরের মধ্যে কাজ শেষ না হলে কাদের সঙ্গে জড়িত ঠিকাদারদের কালো তালিকার অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২০২২ সালের জানুয়ারির মধ্যে বেহালা এলাকায় উন্নত নিকাশি পরিকাঠামো তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সারারাত ধরে বৃষ্টি হওয়ার কারণে আর্মহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, গিরিশ পার্ক, কালীঘাট, বেহালা, খিদিরপুর, যাদবপুর, ঢাকুরিয়া, বাইপাস লাগোয়া আনন্দপুর, পঞ্চান্নগ্রাম সহ বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু নিচু এলাকাগুলিতে নয়, বাঘাযতীনের মতো উঁচু এলাকাতেও রাস্তায় খেলে বেড়াচ্ছে মাছ! বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার দরুন কলকাতাবাসীর ভোগান্তির একশেষ হচ্ছে।