সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের মানুষদের বহুদিনের দা’বি মি’ট’তে চলেছে এবার, জেনে নিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের দাবী মেনে খুলে যাচ্ছে বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র। চালু হয়ে গেল সেবক রোডের ওপর তৈরি কেন্দ্রটি।

এর পর আর কলকাতা, গুয়াহাটি কিংবা ত্রিপুরা ছুটতে হবে না। শিলিগুড়ি থেকেই মিলে যাবে বাংলাদেশের ভিসা। এমন সিদ্ধান্তে শুধু এখানকার বাসিন্দারাই নন, খুশি দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও।

উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দরের পাশাপাশি আশার আলো দেখছে এনজেপি–ঢাকা রেল রুটও। এই ভিসা–কেন্দ্রের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এবার সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: ১৪ এপ্রিল দেশজু’ড়ে ছুটি ঘো’ষ’ণা করলো কেন্দ্রীয় সরকার

কয়েক বছর আগে শিলিগুড়িতে পাসপোর্ট অফিস খোলা হয়। ফলে পাসপোর্ট বানাতে আর কলকাতার অপেক্ষায় থাকতে হয় না। তাতে একদিকে হয়রানি এবং খরচ দুই বাঁচছে।