সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Zomato-র এই পরিষেবা ব’ন্ধ, জেনে নিন

বর্তমান সময়ে আমরা বাড়িতে বসে খাবার অর্ডার করে দিতে পারি নিমেষে। zomato আর সুইগীর সাহায্যে অনায়াসে আমরা পেয়ে যায় পছন্দসই খাবার। কিন্তু zomato নামক ফুড ডেলিভারি সংস্থার একটি পরিষেবা বন্ধ হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। ফুড ডেলিভারি সংস্থার তরফ থেকে ইমেইল করে আগেই ঘোষণা করা হয়েছিল।

জানা গেছে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকে মুদি সামগ্রীর ডেলিভারি বন্ধ করতে চলেছে সংস্থাটি। মহামারী সময় গত বছর অর্থাৎ লকডাউনের সময় থেকে মুদি সামগ্রীর ডেলিভারি শুরু করেছিল zomato। গত শনিবার ইমেইলের মাধ্যমে সংস্থা জানিয়ে দেয়, ১৭ সেপ্টেম্বর মাস থেকে মুদি সামগ্রী ডেলিভারি বন্ধ করে দেওয়া হবে।

ইমেলে লেখা হয়, ” Zomato সংস্থার তরফে আমরা আমাদের গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের মনে হয় বর্তমান ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না। সেজন্য ১৭ সেপ্টেম্বর ২০২১ থেকে আমরা গ্রোসারি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”

zomato ইতিমধ্যেই আরেকটি অনলাইন গ্রোসারি ডেলিভারি সংস্থা grofers এর অংশীদার হয়েছে সমপ্রতি। ৭৪৫ কোটি টাকা খরচ করে সংস্থার একটি শেয়ার কিনেছেন zomato। সংস্থার দাবি, grofers এর সঙ্গে চুক্তি করে লাভবান হয়েছে zomato।