Filmfare Awards 2020: জেনে নিন কারা কারা পেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

Filmfare Awards 2020

এবারের ২০২০ র ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয়ে গেলো অসমের গুয়াহাটিতে। আর সেখানেই এবার ২০২০ র ফিল্মফেয়ারের তাজ কার কার মাথায় উঠলো সেটা ভালো করে দেখে নেওয়া যাক। প্রায় প্রত্যেকবার এই ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয় মুম্বাইয়ে, কিন্তু এবার সেখান থেকে সড়ে এসে অসমের গুয়াহাটিতে। এবার তার জন্যই সেখানে একেবারে চাঁদের হাট।

তো এই চাঁদের হাটের থেকে কোন মূল্যবার তারকাদের বেছে নিয়ে তাদের কাজের ভিত্তিতে সর্বাপেক্ষিত ফিল্মফেয়ারের তাজ পরিয়ে দেওয়া হল। আসলে এখন স্যোশাল মিডিয়ার যুগে ফল প্রকাশ হওয়ার সাথে সাথেই সবার মোবাইল স্ক্রিনে ঘরতে থাকে বিজেতার নাম। শুধু ফিলফেয়ারের জন্য না, এটা এবারের অস্কারেও হয়েছে। তো এবার গ্রুপ ভিত্তিক পারদর্শী দের নাম জেনে নেওয়া যাক।

গানের দিকে:
সেরা প্লেব্যাক গায়ক- অরিজিত্ সিং (কলঙ্ক)
সেরা প্লেব্যাক গায়িকা- শিল্পা রাও (ওয়ার)
সেরা মিউজিক অ্যালবাম- গাল্লি বয় এবং কবীর সিং
সেরা লিরিক্স- ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গল্লি বয়)

অভিনেতা অভিনেত্রী:
সেরা ডেবিউ অভিনেত্রী- অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)
সেরা ডেবিউ অভিনেতা- অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)
সেরা পার্শ্বঅভিনেত্রী- অম্রুতা সুভাষ (গল্লি বয়)
সেরা পার্শ্বঅভিনেতা- সিদ্ধান্ত চতুর্বেদী (গল্লি বয়)
সেরা অভিনেতা- রণবীর সিং (গল্লি বয়)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গল্লি বয়)
সেরা অভিনেতা (ক্রিটিকস)- আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস)- ভূমি পেডনেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ

সিনেমা:
সেরা ছবি (ক্রিটিকস)- আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া
সেরা ছবি- গল্লি বয়

অন্যান্য:
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গল্লি বয়
সেরা সংলাপ- বিজয় মৌর্য (গল্লি বয়)
সেরা করিওগ্রাফার- রেমো ডিসুজা (কলঙ্ক)
সেরা সিনেমাটোগ্রাফি- জয় ওজা (গল্লি বয়)
সেরা অরিজিনাল গল্প- অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)
সেরা সংলাপ- বিজয় মৌর্য (গল্লি বয়)
সেরা অ্যাকশন- পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)

পরিচালক:
সেরা পরিচালক- জোয়া আখতার (গল্লি বয়)
সেরা ডেবিউ পরিচালক- আদিত্য ধর (উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক) ।।