সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পা’ই’প ফে’টে হু হু বে’রি’য়ে যা’চ্ছে পরি’স্রুত পা’নী’য় জল

পাইপ ফেটে হু হু বেরিয়ে যাচ্ছে পরিস্রুত পানীয় জল

মালদা,১ জুন : PHE পাইপ ফেটে অপচয় হচ্ছে পরিস্রুত পানীয় জল। পাইপ ফেটে হু হু বেরিয়ে যাচ্ছে পরিস্রুত পানীয় জল। অথচ এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই PHE কর্তৃপক্ষের বলে অভিযোগ।

বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মালদা জেলা পরিষদের জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র। বুধবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতিদিনই ওই রাস্তা দিয়ে তাকে যাতায়াত করতে হয়।

বিষয়টি ইতিমধ্যে তার নজরে এসেছে। বড় মোহন পুর এলাকায় পাইপ ফেটে অপচয় হচ্ছে জল। বিষয়টি লিখিত আকারে জানানো হবে PHE দপ্তরে। যাতে এই জল অপচয় বন্ধ করা যায়।