সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের না’মী শিল্পগোষ্ঠী বি’নি’য়ো’গ করল মালদায়

অবশেষে দেশের নামী শিল্পগোষ্ঠী বিনিয়োগ করল মালদায়। বৃহস্পতিবার সেই শিল্পগোষ্ঠীর প্ল্যান্টের উদবোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী ডা: শশী পাঁজা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের দুই প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, স্থানীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিধায়ক আবদুর রহিম বক্সি, চন্দনা সরকার সহ দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও কার্তিক ঘোষ, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্যরা।

উদবোধন শেষে শশী পাঁজা বলেন, এই রাজ্যে বিনিয়োগ নিয়ে অনেক ভাবনাচিন্তা রয়েছে৷ মুখ্যমন্ত্রী সেসব নিয়ে বিস্তারিত জানাবেন৷ সরকারি শিল্প পার্কেও অনেক শিল্প স্থাপনের প্রস্তাব রয়েছে৷ মালদায় বিমান পরিষেবা চালু করার দাবি দীর্ঘদিনের।

আরো খবর: নকশালবাড়ি থেকে ব্রা’উ’ন সু’গা’র সহ গ্রে’ফ’তা’র ২

রাজ্য সরকারের তরফে নির্বাচিত সাংসদরা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন৷ কেন্দ্র বিমানবন্দর চালু না করলে রাজ্য সরকার এগিয়ে আসবে। এদিন পুরাতন মালদার মিশন রোড এলাকায় শিল্পতালুকে বেসরকারি একটি শিল্প কারখানার শুভ সূচনা করা হয়।