সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রচুর চো’লা’ই ম’দ ও চো’লা’ই’য়ে’র সা’ম’গ্রী ন’ষ্ট ক’র’ল আবগারি দফতর ও ফাঁ’সি’দে’ও’য়া থানার পু’লি’শ

প্রচুর চোলাই মদ ও চোলাইয়ের সামগ্রী নষ্ট করল আবগারি দফতর ও ফাঁসিদেওয়া থানার পুলিশ

বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়
নকশালবাড়ি সার্কেলের আবগারি দফতর ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর ওই এলাকাগুলো থেকে প্রচুর পরিমান চোলাই মদ ও চোলাইয়ের সামগ্রী নষ্ট করল।

এই ঘটনায় একজন গ্রেফতার এবং একজনকে আটক করে আবগারি দফতর। ধৃতের নাম মনু মুন্ডা(৩৮)। ধৃত ব্যক্তি ঝমকলালজোত এলাকার বাসিন্দা। এই বিষয়ে নকশালবাড়ির সার্কেলের আবগারি দফতরের ওসি পুলক সরকার বলেন যে এদিন ফাঁসিদেওয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ ভাবে ফাঁসিদেওয়ার বানেশ্বরজোত, সৈলানিজোত, ঝমকলালজোত, হেলাগছ ও কান্তিভিটায় অভিযান চালাই।

এরপর ওই এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদ, ৩৫০০০ লিটার চোলাইয়ের সামগ্রী নষ্ট করা হয়। এর পাশাপাশি একজনকে গ্রেফতার ও একজন কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে। আর এই রকম অভিযান লাগাতার চালানো হবে।