সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব কিছুতেই দি’তে হ’বে KYC! শীঘ্রই এই ব্যবস্থা চা’লু করবে অর্থমন্ত্রক

FSDC ২৭তম সভায় উপস্থিত হয়েছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সভায় উপস্থিত ছিলেন দেশের অর্থ মন্ত্রকের রথী-মহারথিরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তি কান্ত দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নির্মলা সীতারামন সুপারিশ করেন নিয়ন্ত্রকদের উচিত ব্যাংকিং আমানত শেয়ার সহ সমস্ত ধরনের সেক্টরে বেআইনি আমানত এবং ক্লেইম নিষ্পত্তির উদ্দেশ্যে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা।

সর্বসম্মতিক্রমে কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন আমজনতার উপর হাজারো নিয়ম নীতি বোঝা কমাতে হবে বরং যারা চোরা পথে নানান কারবার করছে তাদের ব্যবসা বন্ধ করবার উদ্যোগ গ্রহণ করতে হবে। আরো সরল করতে হবে নিয়ন্ত্রকদের সমস্ত পদ্ধতি, সুবিন্যস্ত পন্থার উপর গুরুত্ব আরোপ করতে হবে।

এদিন তিনি আরো বলেন আর্থিক খাতের উপর স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরী। বিশেষ করে আর্থিক দুর্বলতা নিয়ন্ত্রণ করতে হবে কারণ ভারত একটি কম অর্থনীতির ভীত যুক্ত দেশ। এক্ষেত্রে অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

আরো খবর: আমার বিয়েটা যদি প্রথাগত ভাবে হতো তাহলে অনেক কিছুই করতে পারতাম: হেমা মালিনী

অর্থনৈতিক বিষয়ের সেক্রেটারি অজয়ের শেঠ দিন বৈঠক করার পর একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এখানে তিনি বলেন মার্কিন ব্যাংক গুলির উপর ব্যর্থতার কোন প্রভাব ভারতের উপরে পড়েনি। তিনি আরো বলেন আমজনতার ওপর নিয়ম নীতি বোঝার কমানোর জন্য আমরা নানান রকম পদক্ষেপ গ্রহণ করছি।

আনক্লেমড শেয়ার , ডিভিডেন্ট, মুনাফা এসব সম্পর্কে ব্যক্তিদের আরো জানাতে হবে। তিনি আরো বলেন প্রত্যেক ধরনের আর্থিক পরিষেবার জন্য অবশ্যই অভিন্ন কেওয়াইসি প্রয়োজন। কেওয়াইসি প্রক্রিয়া আরো সরলিকরণ করা যায় কিনা সেই দিকে নির্দিষ্ট গুরুত্ব আরোপ করতে হবে।