সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবিবার করে এ’ই’স’ব কা’জ করার ই’চ্ছে করলেও করবেন না, জেনে নিন কা’র’ণ

সারা সপ্তাহের পর রবিবার এমন একটি দিন যেখানে আপনি আমি সকলেই ছুটির আমেজে দিন কাটিয়ে দি। আক্ষরিক অর্থে সপ্তাহের প্রথম দিন হলেও আমরা বাঙালিরা সোমবারকে সপ্তাহের প্রথম দিন হিসাবে ধার্য করি। তাই রবিবার বললে আমরা বলি উইকেন্ড অর্থাৎ সপ্তাহের শেষ দিন। এদিন তা সকলেরই নিয়ম ভাঙার দিন এবং আরাম করার দিন। ইচ্ছে থাকলেও এই দিনে অনেক নিয়ম আমরা পালন করি না। তবে আপনারা হয়তো জানেন না এই দিনটি যতই আরাম করতে মন চায় না কেন, এই দিন এমন কিছু কাজ আছে যেগুলি যদি না করে থাকেন আপনি, তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে অমঙ্গল।

রবিবারের সঙ্গে সূর্যদেবের ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। এই দিন যাতে সূর্যদেব রুষ্ট না হয় তার জন্য সতর্ক থাকতে হবে আপনাকে। সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য নানা রকম টোটকা, নানা রকম নিয়ম পালন করি আমরা। এইদিন সূর্যদেবের প্রকোপ সবথেকে বেশি থাকে। সূর্যের সবথেকে বেশি শক্তি পাওয়া যায় এই দিনে। মনে করা হয় সূর্য দেবতা প্রসন্ন হলে এই দিনে আমরা সকলে লাভবান হতে পারি।

চলুন জেনে নেওয়া যাক রবিবার কোন কোন জিনিস আপনি করলে আপনার সংসারে নেমে আসতে পারে অমঙ্গল।

রবিবার নীল কালো অথবা ছাই রঙের পোশাক কোনভাবে পড়বেন না।

রবিবার কখনোই চুল কাটবেন না।

মদ্যপান এবং মাংস খাওয়া নিষিদ্ধ রবিবার।

সূর্যাস্তের আগে কোন খাবার অথবা কোন কাজে নুন ব্যবহার করবেন না।

রবিবার কখনোই সূর্যদেবকে না দেখে স্নান করবেন না।

সরিষার তেল দিয়ে মালিশ করবেন না রবিবার।

তামার তৈরি কোন জিনিস কেনাকাটা অথবা বিক্রি করবেন না রবিবার।

রবিবার দুগ্ধজাতীয় কোন বস্তু ফোটাবেন না।