সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেললাইনে জ’রু’রি অবতরণ বিমানের, কয়েক সেকেন্ডের মধ্যেই ধে’য়ে এ’সে ধা’ক্কা ট্রেনের, এরপর যা হলো

উড়তে গিয়ে রেল লাইনের ওপর আছড়ে পড়ল আস্ত একটা বিমান। ট্রেন এসে সেই বিমান চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তা থেকে আহত পাইলটকে বের করে আনতে সক্ষম হয় পুলিশ। ঠিক ওই সময় রেললাইনটিতে ছুটে আসছিল ট্রেন। তখনই পুলিশ সদস্যরা পাইলটকে বাঁচাতে ছুটে যান।

২১ বছর বয়সী এক মিউজিক কম্পোজার লুইজ জিমেনেজ পাইলটকে উদ্ধারের ঘটনাটির ভিডিও করেছেন। লুইজ জানান, বিমান টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে গেছে এবং একটুর জন্য বিমানের একটি ভাঙা অংশের আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন।

ওদিকে, বিমানের পাইলটকে বর্তমানে চিকিৎসাধীনে রাখা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, এ বিমান দুর্ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি।অত্যন্ত দ্রুতগতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়ে পাইলটকে বাঁচানোর জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছে লস এঞ্জেলেসের পুলিশ বিভাগ।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের টুইট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশ কর্মকর্তারা বিমান থেকে রক্তাক্ত পাইলটকে টেনে নিয়ে যাচ্ছেন।