সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

করাচিতে জ’রু’রি অবতরণ দিল্লি-দোহা যাত্রীবাহী বিমানের, যাত্রীরা বে’শ আ’ত’ঙ্কি’ত

দিল্লি থেকে দোহাগামী যাত্রীবাহী বিমান যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশ থেকে গতিপথ বদল করতে হয়েছে। এটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর সেখানেই অপেক্ষা করতে বলা হয়।

এর ফলে যাত্রীরা আতঙ্কিত, ক্ষুব্ধ। তবে সংস্থার তরফে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে। ANI সূত্রে খবর, প্রায় ১০০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে দোহার উদ্দেশে উড়েছিল কাতার এয়ারওয়েজের QR579 ফ্লাইটটি।

কিন্তু মাঝপথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে। বিমানটি পাকিস্তানের করাচির দিকে ঘুরে যায়।

আরো পড়ুন: ভো’ল ব’দ’ল! ভারতের বিদেশনীতির প্র’শং’সা পাক প্রধানমন্ত্রী ইমরানের গলায়, কিন্তু কেন?

শেষ খবর পাওয়া পর্যন্ত, করাচি বিমানবন্দরে বিমানটি অবতরণ করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সেখানে বিমানটির পরীক্ষা হবে বলে খবর। ভোর ৩.৫০ নাগাদ দিল্লি থেকে রওনা হয়েছিল দোহাগামী বিমানটি।

সাড়ে ৫টা নাগাদ বিমানটি আচমকাই করাচি বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯ টা পর্যন্তও যাত্রীদের বিমানবন্দরেই বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। কারও কারও দোহা থেকে কানেক্টিং ফ্লাইট ধরার কথা ছিল। তাঁরা খুবই অসুবিধায় পড়েছেন।