সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তু টিপস: আয়ের থে’কে খরচ বে’শি হ’চ্ছে? এই ভুলে এমন হচ্ছে, রইলো টো’ট’কা

শেষ কয় মাস ধরে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? কোনোভাবেই খরচায় লাগাম টানা যাচ্ছে না! উপায় খুঁজে পাচ্ছেন না, কি করবেন! যদি এমন কোনো সমস্যায় সত্যিই পড়েন তাহলে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টোটকা। দেখবেন হাতেনাতে ফল পাবেন।বাস্তু শাস্ত্র মতে, বাড়িতে বাস্তু দোষ তৈরি হলে আর্থিক অবস্থার ওপর তার খারাপ প্রভাব পড়ে। অতিরিক্ত ব্যয়, আর্থিক ক্ষতি দেখা দিতে পারে বাস্তু দোষের জন্য। বাস্তু শাস্ত্র মতে, আর্থিক অচলাবস্থা কাটাতে কয়টি জিনিস মেনে চলতে পারেন।

অনেক সময় আমরা ভুল দিকে ভুল জিনিস রাখি আর যার কারণে তার থেকে তৈরি হয় বাস্তু দোষ। এই বাস্তু দোষের প্রভাবে বাড়িতে নেগেটিভ শক্তি উৎপন্ন হয়। যার জেড়ে আর্থিক ক্ষতি, অধিক ব্যয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা কাটাতে বাস্তু টোটকা মেনে চলতে পারেন। বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখবেন না।

এতে আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে। শুধু অ্যাকোরিয়াম নয়, জল সম্পর্কিত কোনও মূর্তিও দক্ষিণ দিকে রাখা অনুচিত। আর বাড়ি তৈরির সময় বাড়ির দক্ষিণে যাতে বাথরুম না হওয়ায় সেদিকে খেয়াল রাখবেন। এতে আর্থিক ব্যয় বৃদ্ধি পায়।

এছাড়া বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্বে নোংরা জিনিস রাখতে নেই। অনেকেই না জেনে এই উত্তর-পূর্ব কোণে ডাস্টবিন রাখেন। এবার থেকে ডাস্টবিনের স্থান বদল করুন। এই দিকে ডাস্টবিন রাখলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি, এই কোণায় কখনওই স্তূপাকৃতি করে কাগজ বা জামা কাপড় রাখবেন না। এতেও দেখা দিতে পারে বাস্তু দোষে।

এছাড়া, বাস্তু মতে বাড়ির দেওয়াল বা মেঝেতে পেন্সিল বা চক দিয়ে লাইন আঁকা উচিত নয়। অনেক বাড়িতেই বাচ্চারা দেওয়াল বা মেঝেতে পেনসিল বা চক দিয়ে লাইন এঁকে থাকেন। এগুলো যত তাড়াতড়ি সম্ভব মুছে ফেলার চেষ্টা করুন। তা না হলে, আর্থিক সমস্যা বাড়বে বই কমবে না।