সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রিটেনের সৈ’ক’তে আদি ডাইনোসরের পায়ের ছা’প, বয়স আনুমানিক ২০ কো’টি বছর

সম্প্রতি ব্রিটেনের ওয়েলসের পেনার্থ সমুদ্রসৈকতে মিলল ডায়নোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের মতে এগুলি প্রায় কুড়ি কোটি বছরের পুরোনো। ডাইনোসরের এই পায়ের ছাপ ট্রায়াসিক যুগের বলে মনে করছেন লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদরা। এগুলি সারাপোড গোত্রভুক্ত ডাইনোসরের বলে অনুমান করা হচ্ছে।

পৃথিবীর বুকে প্রথম দিকে যে ডাইনোসররা চরে বেড়াতো তারা ছিল সারাপোড গোত্রভুক্ত। লন্ডনের এই মিউজিয়ামের জীবাশ্মবিদ সুসানা মেইডমেন্ট জানিয়েছেন এর আগেও ব্রিটেনের সমারসেট এলাকাতে ক্যামেটোলিয়ার হাড় পাওয়া গিয়েছিল। 2020 সালে ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল।‌ যদিও প্রথমে অবশ্য সেগুলি নিয়ে সন্দেহ ছিল। তবে পরে তা দূর হয়েছে।

আদি ডায়নোসরের পায়ের ছাপের খোঁজ তেমন ভাবে মেলে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এবারে যে আদি ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেল তা থেকে ট্রায়াসিক যুগের প্রাণী সম্পর্কে আরো জ্ঞান পাওয়া যাবে বলে তারা আশাবাদী। এমনিতেই ব্রিটেনে ট্রায়াসিক ডাইনোসর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। তাই ডাইনোসরের এই নতুন পায়ের ছাপের খোঁজ পাওয়াতে জীবাশ্ম বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত।