সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে শ’নি’র প্র’কো’পে না পরতে চাইলে এই ভুলগুলো করবেন না! বসতে হ’বে প’থে

আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই নতুন বছরে পা দেব আমরা সবাই। এই নতুন বছরেই প্রত্যেক রাশির জীবনে আসবে আলাদা আলাদা সময়, কোন রাশির সময় ভালো যাবে তো কোন রাশির সময় খারাপ এই নতুন বছরে শনিদেব নক্ষত্র বদল করবে তিনবার। এই সময়ে রাহু এবং মঙ্গলের মধ্যে সমন্বয় সাধিত হবে। যার কারণে একটু ভুলেই আসতে পারে জীবনে বড় বিপর্যয় ।

ন্যায়ের দেবতা এবং কর্মফল দাতা বলা হয় শনিদেবকে। সারা বছরই ধীর গতিতে চলাচল করেন শনিদেব। আড়াই বছর পর পর তিনি রাশি পরিবর্তন করেন। জ্যোতিষ শাস্ত্র মতে , শনিদেবের নক্ষত্র পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রভাবে কিছু কিছু রাশির জীবনে আসতে পারে বিপুল পরিবর্তন।

এর ফলে মেষ এবং মিথুন সহ সমস্ত রাশিতেই প্রভাব পড়ে। জ্যোতিষ শাস্ত্র মতে ২০২২ শে শনি মকর রাশিতে গোচর করে এবং ধনিষ্ঠা গ্রহে নক্ষত্রে এই মুহূর্তে রয়েছেন তিনি। জ্যোতিষ শাস ২০২৩ সালের নতুন বছরে তিনবার নক্ষত্র পরিবর্তন করবে শনি ২০২৩ সালের ১৭ ই জানুয়ারি প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং ১৫ ই মার্চ ২০২৩ এর প্রথম নক্ষত্র পরিবর্তন করবে শনি।

আরো খবর: সিদ্ধার্থ-কিয়ারার বি’য়ে কোথায় হ’চ্ছে? ইন্ডাস্ট্রিতে কে কে আমন্ত্রণ পাচ্ছেন?

শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি এবং এই নক্ষত্রের স্বামী হল রাহু। জীবনে যদি কোন রকম আল আকস্মিক কোন ঘটনা ঘটে তবে তার কারণই হচ্ছে রাহু। শনির রাহু নক্ষত্রে গোসল করার অর্থই হচ্ছে কর্কট, তুলা এবং মকর রাশিতে বেশি পরিমাণে প্রভাব পরা।

এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়াও পয়সা কড়ির সংক্রান্ত বিষয় ও নানা রকম ভাবে সমস্যা আসতে পারে। ২০২৩ সালের ১৫ই অক্টোবর দ্বিতীয় নক্ষত্র পরিবর্তন করবে শনি। পঞ্জিকা অনুযায়ী বলা হয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় মেয়ের বৃশ্চিক এবং সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে।

এই সময় স্ত্রীর সঙ্গে মতভেদ একদমই করা যাবে না। টাকা পয়সা এবং পরিবারের লোকেদের স্বাস্থ্যসম্মত বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। ২০২৩ সালের ২৪ শে নভেম্বর শনি তৃতীয় নক্ষত্র পরিবর্তন করবে। এই সময় রাহুর সঙ্গে শনির ভালো সম্পর্ক থাকবে সেই কারণে কুম্ভ, মকর, বৃশ্চিক এবং তুলা রাশি জাতক জাতিকারা এ সময় পরিশ্রমের ফল পেতে পারেন।