সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফোনে কি ১১ টাকা রি’চা’র্জ করেন? উধাও হয়ে যাচ্ছে টা’কা! আগেভাগেই স’ত’র্ক হয়ে যান

আজকাল মানুষ ফোন ছাড়া কিছুই বোঝে না।তাদের উঠতে বসতে খেতে ঘুমোতে সবসময় ফোনের প্রয়োজন হয়। ফোন ঠিক নয়, একে আমরা স্মার্টফোন বলে থাকি। প্রতিনিয়ত স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলেছে। তার সাথে রয়েছে তার দোসর ইন্টারনেট পরিষেবা। স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবাই আমাদের সাথে পরিচয় ঘটিয়েছে সোশ্যাল মিডিয়ার। যার মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীর সাথে নিজেদের পরিচিত করে তুলতে সক্ষম হয়েছি।

এছাড়াও রয়েছে আরও এক সুবিধা – ডিজিটাল পেমেন্ট অপশন। যেগুলির মাধ্যমে আমাদের liquid money সবসময় ব্যবহার করতে হয় না। একটা ক্লিকের অপেক্ষা, সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যায়। আর এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে চলছে প্রতারণা। চারিদিকে বেছানো রয়েছে প্রতারকদের ফাঁদ, যে ফাঁদ এড়িয়ে চলা খুব মুশকিল। আর এই ফাঁদে যদি আপনি না জেনেশুনে একবার পা দেন, তাহলেই আপনি শেষ। আপনার সারা জীবনের উপার্জন করা টাকা উধাও হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে।

ঠিক এরকমই এক ঘটনা ঘটেছে রাধেশ্যাম বাবুর সঙ্গে। ১১ টাকা রিচার্জ করে খুইয়েছেন প্রায় সাত লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল তা দেখে নেওয়া যাক। এক টেলিকম সংস্থার তরফ থেকে রাধেশ্যাম গাইতাসের কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় যে তার সিম কার্ডটি এখনও ভেরিফিকেশন হয়নি। একদিনের মধ্যে ভেরিফিকেশন না করাতে পারলে সেটিকে ব্লক করে দেওয়া হবে। ফলে রাধেশ্যাম বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তাদের জানান যে তিনি যেকোনো একটি টেলিকম সংস্থা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশন করিয়ে নেবেন ।

কিন্তু ফ্রডস্টারের পক্ষ থেকে জানানো হয় যে তার যাওয়ার দরকার নেই ৷ তাকে একটি লিঙ্ক পাঠানো হবে যেখানে ক্লিক করে মাত্র ১১ টাকার পেমেন্ট করলেই ভেরিফিকেশন হয়ে যাবে৷ সেই কথামতো তিনি অনলাইন পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ এই লিঙ্ক খোলার পর রাধেশ্যামের ফোন প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় এবং মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয় ৷ BSNLএর তরফে গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ অ্যালার্ট জারি করে বলা হয়েছে, কোনও নম্বর থেকে ফোন করে ভেরিফিকেশনের জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে বা অ্যাপ ডাউনলোড করতে বলা হলে তা একদম করবেন না, উল্টে সাবধান হবেন৷ আপনার জরুরী নথিপত্র বা তথ্য কারো সাথে কোনোদিন শেয়ার করবেন না। তাই আপনিও সাবধান হন। এই সব ফ্রডদের হাত থেকে নিজেকে সাবধানে রাখুন। টাকা পয়সার বিষয়ে সচেতন হন। ঝোঁকের বশে বা তাড়াহুড়ো করে এমন কাজ করবেন না যাতে সারাজীবন পস্তাতে হয়।