সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সঙ্কটকালীন প’রি’স্থি’তি’তে আমাদের ছে’ড়ে যা’বে’ন না! বিশ্বের কাছে আ’র্জি আফগান ক্রিকেটার রশিদ খানের

জঙ্গিদের আক্রমণের চরম দুর্ভোগে ভুগছে আফগানিস্তান। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তানে তালিবানদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। আফগানিস্তানের সেনারা তাদের রুখতে অপারগ। তালিবান জঙ্গিরা একের পর এক শহর দখল করে নিচ্ছে। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে হত্যা করছে তারা। আফগানিস্তানের প্রায় ৮০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে তারা। বর্তমানে তাদের নজর কাবুলের দিকে।

তালিবানদের দৌরাত্ম্যে ৩৫০০০ এরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ইউনিসেফের প্রতিনিধি হার্ভে লুডোভিচ এক বিবৃতিতে জানানো হয়েছে যে গত ৭২ ঘণ্টায় আফগানিস্তানে ২০ জন শিশু মারা গেছে এবং আহত হয়েছে প্রায় ১৩০ জন। অর্থাৎ আফগানিস্তানের পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠছে, তা এই পরিসংখ্যান থেকে বেশ স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। দেশের এমন শোচনীয় পরিস্থিতিতে সারা বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান।

আইপিএল, পিএসএল, বিপিএল, বিগ ব্যাশ লিগ সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলির খেলোয়াড় আফগানিস্তানের অন্যতম তারকা লেগ স্পিনার রশিদ খান সারা বিশ্বে জনপ্রিয়। তিনি বর্তমান শোচনীয় পরিস্থিতিতে সারাবিশ্বের নেতাদের কাছে আবেদন রেখেছেন এই কঠিন পরিস্থিতিতে তারা যেন আফগানিস্তানে পাশ থেকে সরে না যান। রশিদ খানের কাতর আর্জি, “আমার দেশ আজ চরম সংকটে পড়েছে। হাজার হাজার নিরীহ মানুষ, নারী-শিশু নির্বিশেষে শহীদ হচ্ছেন প্রতিদিন। সম্পত্তি বাড়িঘর নষ্ট হচ্ছে। বহু মানুষ ঘরছাড়া।”

রশিদ তার টুইটারে আরও লিখেছেন, “আমাদেরকে এই পরিস্থিতিতে ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা বন্ধ করুন এবং আফগানিস্তানকে ধ্বংসের হাত থেকে বাঁচান। আমরা শান্তি চাই”। দেশের এমন দুর্বিষহ অবস্থা দেখে রশিদ খান চুপ করে থাকতে পারেননি। তাই বিশ্বের কাছে সাহায্যের আবেদন রেখেছেন তিনি।