সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষ্মী পু’জো’র দিন এই কাজগুলো ভু’লে’ও করবেন না! অসন্তুষ্ট হতে পারেন দেবী

এতক্ষণে মা দুর্গা পৌঁছে গেছেন কৈলাসে। কিন্তু চার সন্তানের তিনজনকে নিয়ে গেলেও মর্ত্যে রেখে গেছেন এক কন্যাকে। তিনি হলেন লক্ষী। কোজাগরী পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ করে তবেই কৈলাসে ফিরে যাবেন মা লক্ষ্মী। দুর্গা প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় প্রত্যেক বাড়িতে।

এই পুজোর চল মূলত রয়েছে বাংলা, অসম এবং উড়িষ্যা রাজ্যে। এই পূর্ণিমাকে দেশের বিভিন্ন প্রান্তে শারাদ পূর্নিমা বলেও ডাকা হয়। আমরা সকলেই জানি মা লক্ষ্মী ধন-সম্পদ, সৌভাগ্য এবং শান্তির দেবী। জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য ঘরে ঘরে আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর। অনেকে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করে থাকেন তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে পুজো করা হয় তাকে মূলত লক্ষ্মী পূজা বলে মনে করা হয়।

কিন্তু মা লক্ষ্মী বড্ড চঞ্চলা। তাকে এক জায়গায় থিতু করা সহজ কথা নয়। দেবীকে সন্তুষ্ট করতে নিজের ভক্তি শ্রদ্ধা এবং সমর্পণের মাধ্যমে দেবীর আরাধনা করতে হয়। তাই লক্ষ্মী পুজোর দিন মাকে তুষ্ট করতে কয়েকটি কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।

মা লক্ষ্মী আওয়াজ অথবা শব্দ একেবারেই পছন্দ করেন না। তাই লক্ষ্মী পুজোর দিন কাঁসরঘন্টা একেবারেই বাজাবেন না।

লক্ষ্মী পূজার চেষ্টা করুন সাদা রং এড়িয়ে যেতে। সাদাফুল নিবেদন না করে নিবেদন করুন লাল গোলাপি অথবা অন্য রঙের ফুল।

লক্ষ্মী পূজার ক্ষেত্রে তুলসী পাতা একেবারে অর্পণ করবেন না, এতে মা লক্ষী রুষ্ট হতে পারেন।

মা লক্ষ্মীর বসার আসনেও সাদা রঙের জিনিস রাখবেন না। সাদা রঙের আসন না পাতাই ভালো।

লক্ষ্মী পূজায় লোহার বাসন ব্যবহার করা যায় না।

এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) পড়েছে দু-দিন। ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা যাবে। তবে তার মধ্যেও শুভ সময় ১৯ অক্টোবর রাত ১১.৩৫ মিনিট থেকে ১২.২৭ মিনিট (৫২ মিনিট) পর্যন্ত।