সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে দু’র্যো’গ, সতর্কতা জা’রি হাওয়া অফিসের

পাঁচ জেলায় আবার দুর্যোগের আশঙ্কা। আগামী ১-২ ঘণ্টার মধ্যে পাঁচ জেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বেশ কয়েকটি ঘূর্ণাবর্তের জেরে এই দুর্যোগ। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণে কচ্ছ মারাঠাওয়াড়া এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। মৌসুমি অক্ষরেখা জামশেদপুর ও বালাসোর এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদদের মতে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী রবিবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এদিনের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সাথে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে।আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে- উপকূলের এই তিনটি গ্রামে। এছাড়াও বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। আগামী ২৪ ঘন্টাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত্‍-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবওহাওয়া দফতর। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও । আকাশ থাকবে মেঘলা, সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ইতিমধ্যেই সমস্ত মত্‍স্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্রে যেতে মত্‍স্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মত্‍স্যজীবীদের রবিবার রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছিল আবহাওয়া দফতর। বেশ কিছু ট্রলার কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ইতিমধ্যেই ফিরে এসেছে। তবে এখনও অনেক এমন ট্রলার আছে, যেগুলি ফেরত আসেনি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।