সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দিদির দূতদের গ্রামে ঢো’কা নি’ষে’ধ”, মালদহের গ্রামে দেওয়াল লিখন, ব্যা’প’ক উ’ত্তে’জ’না

আবাস যোজনা দুর্নীতি থেকে শুরু করে ১০০ দিনের কাজ সবকিছুতেই রাজ্যের তৃণমূল সরকার জেরবার। শাসক দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যান্য বিরোধী দলগুলিও সমানভাবে উঠে পড়ে লেগেছে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে। তবে একইসঙ্গে বেজায় চটে গিয়েছেন সাধারণ মানুষ তার প্রমাণ পাওয়া গেল এবার মালদা জেলায়।

পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের পাশি পাড়া এলাকার বাসিন্দারা এবার রীতিমতো বিক্ষুব্ধ হয়ে উঠলেন শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। নেতা মন্ত্রীদের গ্রামে ঢোকা নিষেধ এই দাবি জানিয়ে এই পোস্টার পড়ে গেল গোটা গ্রাম জুড়ে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দিদির দুত প্রকল্প।

সেই প্রকল্পের মাধ্যমে গ্রাম থেকে শহরে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের আড়াই লক্ষ নেতাকর্মীরা। প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং সমাধান করবার আশ্বাস দিচ্ছেন। কিন্তু তাতে যে চিরে ভেজেনি সেটা প্রমাণ হলো আবার। মঙ্গলবাড়ী অঞ্চলের মানুষের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় নেই ভালো রাস্তা।

আরো খবর: স্ত্রী ১০ বছরের ব’ড়ো, বিয়ে ২০১৪ সালে, আ’দ’তে কেমন ছিল শামী-হাসিনের স’ম্প’র্ক?

বারবার জন প্রতিনিধিদের জানানোর পরেও হয়নি কোন সুরাহা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন তা সত্ত্বেও ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। বারবার সরকারের কাছে দাবি জানালেও তারা কর্নপাত করছেন না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তার দাবীতে আন্দোলনে নামেন তারা।

আন্দোলন করার পরেও তথইবচ অবস্থা রাস্তার। তাই এবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রামে ঢুকতে পারবেন না কোন জনপ্রতিনিধি। শুধু মুখেই নয় তারা হাতে লিখে কাজ করে দেখিয়ে দিয়েছেন।

দেওয়ালে দেওয়ালে পোস্টারে ছয়লাপ। সেখানে লাল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে গ্রামে প্রবেশ নিষেধ দিদির দূত নেতা মন্ত্রীদের।