সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধনতেরাসে এই কয়েকটি জিনিস মাথায় রে’খে ঘর সাজান, আ’স’বে মা লক্ষ্মী

আর মাত্র কয়েকটা দিন তারপরই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। চলতি বছরের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পড়েছে ২২শে অক্টোবর এবং এই তিথি শেষ হবে ২৩শে অক্টোবর সন্ধ্যা ৬:৩০ তে। ধনতেরাসে অনেকেই ঘর সাজানো এবং ঘর সাজানোর জন্য অনেকেই দোকান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে এনে রাখেন। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ধনতেরাসের দিন ঠাকুর ঘরে কোথায় কি রাখবেন।

শাস্ত্রমতে মনে করা হয় যে ধনতেরাসের সময় লক্ষ্মী দেবীর পূজার সময় বাম দিকে অবশ্যই গণেশের মূর্তি রাখা দরকার। তাহলেই পাওয়া যাবে দেবীর কৃপা। ধনতেরাসের দিনে সকাল বেলায় নুন জল দিয়ে ঘর মোছার ব্যবস্থা করুন। এক চিমটে নুন দিয়ে সেই জল দিয়ে সমস্ত ঘর মুছুন। এতে সকল নেতিবাচক শক্তির দূর হয়ে যাবে।

পুজোর সময় সব সময় ধুপ জ্বালানো উচিত। ধুপ জ্বালানো একটি শুভ ব্যাপার। এতে ঘরের উন্নতি ঘটবে এবং দেবীর আগমন ঘটবে। ধনতেরাসের দিনের সব সময় হালকা পোশাক পরুন। ধনতেরাসের এই শুভ তিথিতে দেবীকে প্রশন্ন করতে অবশ্যই পদ্ম দিয়ে পুজো করুন। দেবীকে প্রসন্ন করতে পরিষ্কার স্থানে বসান।

আরো পড়ুন: আজ থেকেই প্রাথমিক টেটের আবেদন ক’রা যা’বে, কি কি বদল ঘ’ট’লো নি’য়’মে জেনে নিন

ঠাকুর ঘর তো বটেই তার সঙ্গে গোটা বাড়ি পরিষ্কার করুন। লক্ষ্মী পূজার দিন বাড়ির সমস্ত কোনায় প্রদীপ জ্বালাতে হবে, এতে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি হবে। বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বালাতে হবে এতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। মা লক্ষ্মীর আগমনের সময় কখনই বাড়ির প্রধান দরজা অন্ধকার রাখতে নেই, ফলে বাধা আসে সেই জন্য লক্ষ্মী পূজার দিন বাড়ির দুয়ারের সামনে অবশ্যই দুটো প্রদীপ জ্বালিয়ে রাখুন।