সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়তে পারে! কত শতাংশ বৃ’দ্ধি পাবে?

যেখানে রাজ্য সরকার ডিএ দিতে হিমশিম খাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকার আবার ডিএ বাড়ানোর কথা বলছেন বলে জানা যাচ্ছে। সরকার কিছুদিন আগেই ৪ শতাংশ ডিএ বাড়িয়েছেন পেনশনভোগীদের ও কর্মচারীদের। এখন খবর পাওয়া যাচ্ছে যে সরকার চলতি বছরের দ্বিতীয়ার্ধেও ডিএ চার শতাংশ বাড়াতে পারে। সরকার ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের প্রথমার্ধে ডিএ এবং ডিআর চার শতাংশ বাড়িয়েছিল।

কর্মচারীরা আশাবাদী যে সরকার জুলাই মাসে ডিএ চার শতাংশ বাড়িয়ে দিতে পারে। চার শতাংশ বাড়লে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। কিন্তু এই ডিএ বিষয়টা আসলে কি এটা অনেকেই জানেন না আসুন সেটা আমরা জেনে নিই। মূলত সর্বভারতীয় CPI-IW-এর তথ্য অনুসারে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়।

কর্মচারী এবং পেনশনভোগীরা বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কর্মচারীরা তাঁদের মূল বেতনের ভিত্তিতে মহার্ঘ ভাতা পান। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) বেতন ম্যাট্রিক্স ব্যবহার করে এর গণনা করা হয়। বছরে সাধারণত দুই বার সরকার বেতন বাড়ান।

আরো খবর: “মেয়েবেলা” ছাড়ার আসল কা’রণ ফাঁ’স করলেন রূপা গাঙ্গুলি, কি বললেন প’র্দা’র দ্রৌপদী?

বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিতীয়ার্ধের জন্য ডিএ বৃদ্ধির অনুমোদন দেয়। তবে এবার অগাস্টে ঘোষণার সম্ভাবনা রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বছরে দুবার ডিএ বাড়ানো হয়। প্রথমার্ধে ডিএ-তে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিএ সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর অংশ।

মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বাড়িয়েছে। এইবারে যদি বেতন আবার বাড়ানো হয় তাহলে কত বেতন হতে চলেছেন কেন্দ্রীয় কর্মচারীদের আসুন জেনে নিই। ধরুন একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা।

যদি আমরা ৪২ শতাংশ দেখি, তাহলে DA হবে ৭ হাজার ৫৬০ টাকা। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে যদি ডিএ ৪৬ শতাংশে বাড়ে, তাহলে তা ডিএ হবে ৮ হাজার ২৮০ টাকা। অর্থাৎ প্রতি মাসে বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে।

সরকার ২০২২ সালের দ্বিতীয়ার্ধে ডিএ চার শতাংশ বাড়িয়েছিল তাই মনে করা হচ্ছে এই বারেও ৪ শতাংশই বাড়বে। তবে এই নিয়ে এখনও সরকারি তরফ থেকে কিছু জানা যায়নি।