সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় ফের সাইক্লোন অ্যা’লা’র্ট

সমুদ্রেই শক্তি হারিয়েছিল সাইক্লোন অশনি। তাই সাইক্লোন অশনি ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেয়েছে ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ।

এই সাইক্লোন অশনি স্থলভাবে আছড়ে পড়েনি। তবে অশনির প্রভাবে অন্ধ্রে ব্যাপক বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ, ওডিশাও বৃষ্টিতে ভিজেছে। অশনি বিদায়ের পর ফের ঘূর্ণিঝড় আসবে কি না এ নিয়ে চর্চা চলেছে।

এই আবহে মৌসম ভবনের তরফে জানানো হল, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে। IMD সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ মে নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: জ্ঞানবাপী মসজিদ চ’ত্ব’রে মিললো শিবলিঙ্গ! নি’র্দি’ষ্ট এ’লা’কা সিল করার আ’দে’শ আদালতের
এই প্রসঙ্গে IMD-র পক্ষ থেকে বলা হয়েছে, এক-দু’দিনের মধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে প্রক্রিয়া তৈরি হবে। তারপরই নিম্নচাপ তৈরি ও তার প্রভাব নিয়ে বলা যাবে।

অন্যদিকে, দক্ষিণ ভারত মহাসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। যার নাম সাইক্লোন করিম।ঘূর্ণিঝড় করিমকে হারিক্যান ২ ক্যাটেগরিতে চিহ্নিত করা হয়েছে। ঘণ্টায় এই সাইক্লোনের গতিবেগ ঘণ্টায় ১১২ কিমি।

তবে এই ঝড় সম্পর্কে এখনও কিছু জানায়নি মৌসম ভবন। তবে এর জেরে কয়েকটি রাজ্যে আবহাওয়ার যে বদল ঘটবে, তা মনে করা হচ্ছে। ১৫ মে’র মধ্যেই আন্দামান সাগরে মৌসুমী বায়ুর প্রবেশ করতে পারে।

যার ফলে এ বছরে নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রবেশের স্বাভাবিক সময় ২১ ও ২২ মে।