KKR-এর বিরুদ্ধে পাঞ্জাব দলে ঝড় তুলতে আসছেন ক্রিস গেইল, অধীর আগ্রহে বসে আছেন প্রীতি জিন্টা

এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৬ টি ম্যাচ খেলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, তারমধ্যে ৫ টি ম্যাচেই হেরেছে পাঞ্জাব। তবে এই ৬ টি ম্যাচেই দলে সুযোগ পাননি ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। জানা যাচ্ছে আজ কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাবের যে ম্যাচ রয়েছে, সেটিতেই খেলতে নামবেন ক্রিস গেইল। আগের ম্যাচেই দলে ফেরার কথা ছিল গেইলের।

কিন্তু ফুড পয়জনিংয়ের জন্য সেই ম্যাচ আর খেলা হয়নি তাঁর।সূত্রের খবর অনুযায়ী, পঞ্জাবের আজকের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে দলে ফিরতে চলেছেন গেইল। ক্রিস গেইল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইপিএলে অভিযান শুরু করতে পারেন।

কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, সুস্থ হলেই ম্যাচে ফিরবেন গেইল। সে ক্ষেত্রে কেকেআর ম্যাচ দিয়েই এবারের টুর্নামেন্টে গেইলের আগমন ঘটতে চলেছে। মাত্র দু পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে পাঞ্জাব। গেইলের অন্তর্ভুক্তি পঞ্জাবের ভাগ্যের পরিবর্তন আনতে পারে কিনা, এখন সেটাই দেখার।