সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত গড়ালেই উপনির্বাচন, ৪ টি বিধানসভায় কো’ন দল কো’থা’য় দাঁড়িয়ে?

মাঝে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কাজ শুরু হয়ে যাবে। একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর এই চার বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জেতাও এখন তৃণমূলের লক্ষ্য। এরমধ্যে শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি। তাই এখন গেরুয়া শিবিরের কাছে ওই দুটি নির্বাচন কেন্দ্রে কার্যত মান সম্মান রক্ষার লড়াই চলছে।

ইতিমধ্যেই ওই চারটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে একটি ভোটগ্রহণ কেন্দ্রের যদি একটি বুথ থাকে তাহলে চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন সেখানে। একটা ভোটগ্রহণ কেন্দ্রের 2 থেকে 4 টি বুথ থাকে সেখানে আটজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য থাকবেন। একই সঙ্গে জানানো হয়েছে যে 5 থেকে 8 টা বুথের ক্ষেত্রে 16 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে সেখানে।

নয় কিংবা তার বেশি বুথ থাকলে 24 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের এই নিয়ম মেনেই কার্যত দিনহাটাতে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে খড়দহতে কুড়ি কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি, গোসাবা তে 23 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

পুজোর পরে যে কোচবিহারের দিনহাটায়, নদীয়ার শান্তিপুরে, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং উত্তর 24 পরগনার খড়দহতে নির্বাচন হতে চলেছে তা আগেই ঘোষণা করা হয়েছিল। করোনা বিধি মেনেই ভোটগ্রহণ হবে। সঙ্গে থাকতে হবে মাস্ক এবং স্যানিটাইজার।