সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাজান ধামাকা সে’ল, Redmi Note 10 Pro ফোন কিনুন ৫ হাজার টাকার ক’মে

অবিশ্বাস্য দাম!!! এত সস্তায় আর হয়তো কখনো পাওয়া যাবে না। আমাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিবল সেল ২০২১ এ অ্যামাজন স্মার্টফোনের ওপর যে আকর্ষণীয় ছাড় দিচ্ছে ক্রেতাদের জন্য, তা সত্যিই অবিশ্বাস্য। এত পকেট ফ্রেন্ডলি দামে এর আগে কেউ কখনও না পেয়েছে আর না ভবিষ্যতে কেউ পাবে বলে দাবি করছেন তাঁরা। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফারেরও সুযোগ। তবে এবারে যেটি সকলের দৃষ্টি কেড়েছে তা হল, রেডমি নোট ১০ প্রো যা পাওয়া যাচ্ছে ৫০০০ টাকারও কমে। বলা যায় এক বিশাল বড় ধামাকা অফার। আসুন জেনে নেয়া যাক এই ফোনের ফিচারস গুলি সম্পর্কে, ৫০২০ এমএইচ ব্যাটারি ব্যাকআপ, ৩৩ ডব্লু ফাস্ট চার্জিং এর সাপোর্ট, কোয়ালকম স্নাপড্রাগণ সেভেন ৩২ জি প্রসেসর থাকবে এই ফোনে।

এছাড়াও ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা থাকছে। এছাড়াও আরো ফোনের স্পেসিফিকেশন গুলি হল- ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলয়েড ডিসপ্লে, স্মার্টফোনের সিকিউরিটির জন্য আছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট কানেক্টিভিটি রাখা হয়েছে। এছাড়াও ৩.৫ এম এম অডিও জ্যাক, ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে ১৩এমপি ক্যামেরা, এমআই ইউআই টুয়েলভ নির্ভর অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে এই ফোন।

এছাড়াও আরো অনেক স্পেসিফিকেশন আছে যা ইউজাররা ব্যবহার করলি বুঝতে পারবেন। এই ফোন ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি ৬ জিবি + ১২৮জিবি স্টোরেজ এ। যার একটির দাম মাত্র ১৭হাজার ৪৯৯ টাকা এবং অন্য মডেলটি র দাম ১৯৯৯৯ টাকা, কিন্তু এই দুটি ফোনেতেই পাওয়া যাচ্ছে ২৫০০ টাকার ছাড়। এছাড়া একাধিক সুবিধা পাওয়া যাচ্ছে প্রাইম মেম্বার দের জন্যও, ছমাসের জন্য ফ্রী স্ক্রীন রেপ্লেসমেন্ট এর সুবিধা।

এছাড়া অ্যামাজন পে তে পেমেন্ট করলে আপনি পেতে পারেন ১০% পর্যন্ত ক্যাশব্যাক, এস বি আই ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কেনাকাটা করেন তাতেও পেতে পারেন আপনি ১০% ইনস্ট্যান্ট ছাড় অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরোপুরি লুট অফার চলছে। আরও একটি সুবিধা রয়েছে যদি আপনি ইএমআই এর সাহায্যে এই রেডমি নোট ১০ প্রো স্মার্টফোন টি কিনে ফেলতে পারেন তার জন্য আপনাকে প্রতিমাসেই ইএমআই খরচ দিতে হবে মাত্র ৮০০ টাকা, অর্থাৎ বোঝাই যাচ্ছে ক্রেতাদের কাছে একগুচ্ছ অফার এনেছে অ্যামাজন। যাতে ক্রেতাদের কোনো রকম কোনো অসুবিধাই না হয়।