সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি সত্যিই বি’প’দে’র মু’খে পৃ’থি’বী? এই প্রথম গ্রিনল্যান্ডে তু’মু’ল বৃষ্টিপাত

পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। জলবায়ুর এই পরিবর্তন কার্যত আবহাওয়া বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের কাছে উদ্বেগের বিষয়। এতদিন বিশ্ব উষ্ণায়নের ফলে তুষার শৃঙ্গের বরফ গলতে দেখেছে সারা বিশ্ব। এখন তুষার শৃঙ্গের উপরে বৃষ্টিপাত হতে দেখছে সারা পৃথিবী। ইতিহাসে এই প্রথম বার গ্রিনল্যান্ডের পর্বতের উপর বৃষ্টিপাতের সাক্ষী থাকলো সারা বিশ্ব। এমন ঘটনায় আশঙ্কার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রিনল্যান্ডে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই সেখানে ৭ কোটি টন বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। এতে বরফের শৃঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সামিট স্টেশনের তরফ থেকে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। গ্রিনল্যান্ডে বৃষ্টিপাত খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

১৯৯৫, ২০০১ ও ২০১৯ সালেও বৃষ্টি হয়েছে গ্রিনল্যান্ডের সর্বোচ্চ শিখরে। তবে এই বারের বৃষ্টিপাতের দরুন ১৪ থেকে ১৬ অগাস্ট ২.১৩ কোটি বর্গ কিমি এলাকাতে বরফ গলেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা ইতিহাসে বিরল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ১০ হাজার ৫৫১ ফুট উপরে বৃষ্টির ঘটনা বিরল বলেই জানাচ্ছেন তারা। বিগত তিন দিনেই গ্রিনল্যান্ডে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আমেরিকা এবং গ্রীনল্যান্ড জুড়ে কখনো এত বরফ গলে না বলে জানাচ্ছেন তারা।

আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, মাত্রাতিরিক্ত বায়ুদূষণ এমন বিরল ঘটনার পেছনে দায়ী। বিগত কয়েক দশকে জলবায়ুর এমন হারে পরিবর্তন হয়েছে তা বিশ্বের কাছে উদ্বেগজনক। এর প্রভাবে বিশ্বে কি প্রভাব পড়তে চলেছে, তা নিয়ে এখনো কিছু জানাননি বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে গ্রীনল্যান্ডের জলস্তর বেড়েছে ২০ সেন্টিমিটার প্রায়। যা ভবিষ্যতে মারাত্মক প্রমাণিত হতে পারে।