সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজেট ২০২২: কি কি ক্ষেত্রে দা’ম কমলো বা ছা’ড় দেওয়া হলো? দেখে নিন

বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, ডিজিটাল সম্পত্তির লেনদেনে 30% আয়কর।

ইলেকট্রনিক্স আইটেম এর উপর ছাড়। গয়নার উপর ছাড়। ইমিটেশনের ওপর 400 টাকা শুল্ক ধার্য করা হল। ছাতার উপর শুল্ক বাড়ানো হল।

দেশীয় শিল্পের ওপর উৎসাহ দিতে শুল্ক ছাড় দেওয়া হল। চিংড়ি চাষে আমদানি কর কমানো হল। সস্তা হচ্ছে পোশাক এবং চামড়া দ্রব্য।