সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বসন্ত পঞ্চমীতে নি’য়ে আসুন এই গাছ, পরীক্ষায় বা’ড়’বে নম্বর! বা’ড়’বে উপস্হিত বু’দ্ধি

মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এবারের সরস্বতী পুজো ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার। এই দিনে যেমন বাগ দেবীর আরাধনা করা শুভ ঠিক তেমনি এই দিন বৃক্ষরোপণ করাও খুব ভালো। এই তিথিতে একটি গাছ লাগালে শিক্ষা দীক্ষা এবং জ্ঞানে পরিপূর্ণ হবেন। বিশেষ করে যাদের পরিবারে পড়াশোনার রেওয়াজ রয়েছে তারা এই একটি গাছ লাগালে অদূর ভবিষ্যতে প্রচুর সফলতা পাবেন।

মনে করা হয় বাড়িতে এই গাছ লাগালে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। তবে শুধু সরস্বতী নয় দেবী লক্ষ্মীর আশীর্বাদও অর্জন করা যায় এই একটি মাত্র গাছ বাড়িতে লাগালে। জানেন কি এই তিথিতে কোন গাছ লাগাবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিন ময়ূরপঙ্খ গাছ বাড়িতে লাগানো উচিত। সরস্বতী দেবী এতে অত্যন্ত খুশি হন।

একে আবার বিদ্যাদায়ী গাছ হিসেবেও চিহ্নিত করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাড়ির উত্তর দিকে এই গাছ লাগালে পরিবারের সমৃদ্ধি হবে। আবার এই গাছের পাতা কেউ যদি বইয়ের মধ্যে রাখেন তবে দ্বিগুণ ফল পাওয়া যায়। বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে। দক্ষিণ দিকে নয় মনে রাখবেন একমাত্র উত্তর দিকেই এই গাছ লাগাতে হয়।

আরো খবর: এদের চাকরি গেলেই ভা’লো হয়, মিডিয়াকে দে’খে ক্ষে’পে উঠলেন জয়া আন্টি

এই গাছ উত্তর দিকে লাগালে পরিবার ধন ধান্য এবং সম্পদে পরিপূর্ণ হয়ে যায়। যেকোনো ব্যক্তি বুদ্ধিমত্তায় পারদর্শী হয়ে ওঠেন। এছাড়া শিশুদের বুদ্ধির বিকাশ হয় খুব তাড়াতাড়ি। তবে মনে রাখবেন এই গাছের যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন কখনো এই গাছ শুকাতে দেবেন না।

এছাড়া আরো কিছু নিয়ম রয়েছে যেগুলি মানলে সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। যেমন বাচ্চা যেখানে পড়াশোনা করে তার সামনে একটি সরস্বতী মূর্তি এমন ভাবে রাখা উচিত যাতে পড়ার সময় সেদিকে নজর যায়।

পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত। পড়ার সময় দেওয়ালে যাতে পিঠ থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পরিশ্রম সত্ত্বেও যারা ভালো ফলাফল করতে পারেন না তাদের পশ্চিম দিকে বসে পড়াশোনা করা উচিত।