মালদা,৮ আগস্ট : একদিকে চলছে পার্থ অর্পিতা কান্ড। অন্য দিকে মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতি, এবার নাম জড়িয়েছে পাকুয়াহাট ডিগ্রী কলেজের, সাতজন শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বিজেপি যুব মোর্চা ।
সম্প্রতি বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রী কলেজের নিয়োগ দুর্নীতি নিয়ে সকলের সামনে প্রকাশ পাই। তাই বামনগোলা ব্লক ভারতীয় জনতা যুব মোচা পক্ষ থেকে সোমবার দুপুরে পাকুয়াহাট ডিগ্রী কলেজের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেন যুব মোর্চার কর্মীরা।
এদিন পাকুয়াহাট এলাকার বিজেপির কার্যালয় একটি র্যালি মাধ্যমে পাকুয়াহাট ডিগ্রী কলেজের সামনে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সোচ্চার হয়।বামনগোলা ব্লক ভারতীয় জনতা যুব মোচা কর্মীরা।
এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়েল মুমূ সহ যুব মোচা অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা।তাদের দাবি চোর ধরা জেল ভরো যেভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে তাদের প্রকাশ্যে আনতে হবে আদালতের মাধ্যমে।