সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ধা’ক্কা’য় বি’রা’ট দা’ম কমলো, ব’ড়ো পদক্ষেপ মোদি সরকারের

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এক ধাক্কায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমে গেল অনেকটাই। বেশিরভাগই জীবন দায়ী ওষুধ, যার মধ্যে ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ যক্ষা, স্নায়ু ও হৃদরোগের ওষুধও রয়েছে।

একেবারে জাতীয় অপরিহার্য ওষুধের তালিকায় স্থান। আর সেই কারণেই অসম্ভবকে সম্ভব করা গেছে। এখানেই শেষ নয় সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় সরকার আরো নতুন ৩৮৪ টি জীবন দায়ী ঔষধের নাম ঘোষণা করেছে।

এখন প্রথম মাঝারি ও তৃতীয় শ্রেণীর যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়, তাদের নামগুলো জাতীয় অপরিহার্য ওষুধের তালিকায় রাখা হয়েছে।

আরো পড়ুন: ভক্তদের জন্য হ’তা’শা’জ’ন’ক খবর, বি’য়ে করবেন তামান্না ভাটিয়া! পাত্র কে?

যার কারণে আগের তুলনায় সাধারণ মানুষের অনেকটাই বেশি উপকার হবে বলেই মনে করা হচ্ছে। এর আগেও ওষুধের দাম কমানো নিয়ে এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, এবারও সেই পথেই হাঁটল তারা।