সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো খবর: ৩৭০ ওঠানোর প’র এ’বা’র জম্মু-কাশ্মীরে নি’র্মা’ণ হ’বে বেঙ্কটেশ্বরা স্বামীর মন্দির

জম্মু-কাশ্মীরে মোদি সরকার ৩৭০ ধারা রদ করে দেওয়ার পরেই এবার তিরুমালা তিরুপতি ট্রাস্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন একটি উদ্যোগ। তারা তৈরি করবে বেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। প্রায় বাষট্টি একর জমি জম্মু-কাশ্মীর প্রশাসনেই মন্দির তৈরি করার জন্য দিয়েছেন ইতিমধ্যেই। এই মন্দির তৈরি করার আগে ভূমি পূজা হয়ে গেছে। আগে থেকেই জম্মু-কাশ্মীরে দুটি বিশ্বজোড়া খ্যাতনামা মন্দির রয়েছে একটি হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির এবং আরেকটি হচ্ছে অমরনাথের মন্দির, এবার তৈরি হতে চলেছে বেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। বোঝা যাচ্ছে যে, এরপরে পর্যটক এবং তীর্থযাত্রীদের সংখ্যা আরো বেশি বেড়ে যাবে।

তিরুপতি মন্দির চত্বরে বানানো হবে আনুষঙ্গিক নানারকম পরিকাঠামো। যেমন থাকবে কমপ্লেক্স, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য থাকবে পাঠশালা আবাসিক, এবং আধ্যাত্মিক জায়গা। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে এরপর চিকিৎসাসংক্রান্ত নানান পরিষেবার ব্যবস্থা করা হবে। তিরুমালা তিরুপতি দেবস্থানাম আমাদের দেশে মধ্যে যে সমস্ত ধনী ট্রাস্ট গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ট্রাস্ট।

এই ট্রাস্টের যথেষ্ট খ্যাতি রয়েছে সেবামূলক এবং দান মূলক নানান কাজের জন্য। স্থানীয় প্রশাসন মনে করছে যে, এই মন্দিরটি তৈরি করার পরে অনেক বেশি আরো পর্যটন শিল্পের ক্ষেত্রে বিকাশ ঘটবে। জম্মু-কাশ্মীর এমনিও বৈষ্ণব দেবীর জন্য ভীষণ বিখ্যাত এবং এখানে বছরে প্রায় ৫০ লক্ষ মানুষ আসেন মন্দির দর্শন করতে। এই মন্দিরের ক্ষেত্রে বার্ষিক আয় থাকে প্রায় ৫০০ কোটি টাকার থেকেও বেশি। মন্দিরগুলোতে যাওয়ার জন্য পায়ে হেঁটে নয়তো ঘোড়া অথবা ডুলির মাধ্যমে যাওয়া যায়।

তবে অনেক সময় হেলিকপ্টার এর মাধ্যমেও বিভিন্ন মন্দিরেও যাওয়া যেতে পারে। জম্মু-কাশ্মীরের এই বিখ্যাত বৈষ্ণব দেবীর মন্দির এর পাশাপাশি তৈরি হতে চলেছে তিরুপতি মন্দির, তার জন্য মনে করা হচ্ছে যে, ভবিষ্যতে জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্প গুলি আরো বেশি মজবুত হবে।