সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি বিধান’নগরে ডে’ঙ্গু নি’য়ে সাধা’রণ মানুষ’কে স’চে’ত’ন বা’র্তা

শিলিগুড়ি বিধাননগরে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা

রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করল বিধাননগর ওয়েলফেয়ার ও বিধাননগর ১নং গ্রামে পঞ্চায়েত। এদিন একটি ভ্যানে একটি ট্যাবলো বানানো হয় যেখানে মশারি দিয়ে শুয়ে রয়েছে মানুষ। এবং সেই ট্যাবলোটি বিধাননগরের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়।

এর পাশাপাশি মশা মারার স্পেরে ও লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি বাপন দাস,বিধাননগর গ্রাম পঞ্চায়েতের সদস্য ইতিরানি কর সহ বিধাননগর ওয়েলফেয়ার ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।

এই বিষয়ে বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাপন দাস বলেন যেভাবে সমস্ত জায়গায় ডেঙ্গু বাড়ছে তার জন্য মানুষকে সচেতন করতে হতে হবে। যদি নিজেরা সচেতন না হই তাহলে ডেঙ্গু কিন্তু বাড়বে।

তাই সকলে অনুরোধ করলাম যাতে বাড়ির আসে পাশে থাকা কোন জায়গায় জল না জমা থাকে। আর ট্যাবলো র মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি দিনে হোক না রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে।